পশ্চিমবঙ্গ

west bengal

লাভপুরে খুন মণিরুল ঘনিষ্ঠ BJP নেতা

By

Published : Aug 17, 2019, 10:43 PM IST

বাড়ি লক্ষ্য করে বোমা ৷ মৃত্যু BJP নেতার ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷

মৃত BJP নেতা

লাভপুর, 17 অগাস্ট : লাভপুরে খুন স্থানীয় BJP নেতা ৷ নাম ডালু শেখ ৷ অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

লাভপুরের দ্বারকা পঞ্চায়েতের মিরবাঁধ গ্রামের স্থানীয় BJP নেতা ডালু শেখ ৷ অভিযোগ, আজ রাত 9 টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ আর তাতেই মারা যান তিনি ৷ মৃতের পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত ৷

চলতি বছরে BJP-তে যোগ দিয়েছিলেন লাভপুরের তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম ৷ স্থানীয় সূত্রে খবর, মৃত ডালু শেখ মণিরুল ইসলামের ঘনিষ্ঠ ছিলেন ৷ সেই কারণেই তাঁকে খুন হতে হল কি না তা নিয়ে প্রশ্ন উঠছে? খবর পেয়ে ঘটনাস্থানে আসে লাভপুর থানার পুলিশ ৷ এলাকায় উত্তেজনা রয়েছে ৷ পুলিশের তরফে জানা গেছে, কে বা কারা বোমা ছু়ড়েছে তা জানা যায়নি ৷ খুনের কারণ কী তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

Intro:বীরভূমের লাভপুরে দ্বারকা পঞ্চায়েতের মীরবাঁধ গ্রামে বোমা মেরে বিজেপি নেতাকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাত্রি নটা নাগাদ বিজেপি নেতা ডালু শেখকে তার বাড়ির সামনে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মারা যায় সে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বোমা মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যাচ্ছে ডালু শেখ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান কারী লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম ঘনিষ্ঠ ছিলেন।Body:বীরভূমের লাভপুরে দ্বারকা পঞ্চায়েতের মীরবাঁধ গ্রামে বোমা মেরে বিজেপি নেতাকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাত্রি নটা নাগাদ বিজেপি নেতা ডালু শেখকে তার বাড়ির সামনে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মারা যায় সে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বোমা মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যাচ্ছে ডালু শেখ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান কারী লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম ঘনিষ্ঠ ছিলেন।Conclusion:

ABOUT THE AUTHOR

...view details