পশ্চিমবঙ্গ

west bengal

রাজভবনের উত্তর গেটের নাম হচ্ছে 'কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফটক', শান্তিনিকেতনে জানালেন রাজ্যপাল

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 1:38 PM IST

Updated : Dec 14, 2023, 5:05 PM IST

Governor CV Ananda Bose at Santiniketan: কলকাতায় রাজভবনের উত্তর গেটের নাম হতে চলেছে 'কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফটক' ৷ শান্তিনিকেতনে গিয়ে আজ এ কথা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

Governor CV Ananda Bose at Santiniketan
শান্তিনিকেতনে রাজ্যপাল

রাজভবনের উত্তর গেটের নাম হচ্ছে 'কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফটক'

বোলপুর, 14 নভেম্বর: রাজভবনের উত্তর গেটের নতুন নাম হচ্ছে 'কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফটক'। বৃহস্পতিবার শান্তিনিকেতন সফরে গিয়ে এ কথা জানালেন রাজ্যপাল তথা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রেক্টর সিভি আনন্দ বোস । এ দিন ফটকের নামের ফলক উন্মোচন ও শুদ্ধিকরণ করেন তিনি ৷ কবিগুরুর 'প্রাণের আরাম' ছাতিমতলায় আজ সেই ফলকের উন্মোচন করা হয় । সঙ্গে ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিক । রাজ্যপাল এ দিন রবীন্দ্রভবন সংগ্রহশালা, ছাতিমতলা, উপাসনা গৃহ ঘুরে দেখেন ৷

বন্দেভারত এক্সপ্রেসে এ দিন সকালে শান্তিনিকেতনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস । রথীন্দ্র অতিথি গৃহে বিশ্রাম নেন তিনি ৷ দুপুরে রবীন্দ্রভবন সংগ্রহশালায় যান রাজ্যপাল । ঘুরে দেখেন গুরুদেবের ব্যবহৃত সামগ্রী । সেখান থেকে ছাতিমতলায় ঘুরে দেখেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া একটি শ্বেতপাথরের ফলক রাজভবন থেকে নিয়ে আসেন তিনি ৷ সেই ফলকে লেখা ছিল 'কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফটক'। এই ফলকটি কবির 'প্রাণের আরাম, আত্মার শান্তি, মনের আনন্দ' ছাতিমতলায় উন্মোচন ও শুদ্ধিকরণ করেন রাজ্যপাল । তিনি জানান, এই ফলকটি রাজভবনের উত্তর গেটে বসানো হবে ৷ অর্থাৎ, রাজভবনের উত্তর গেটের নামকরণ করা হবে 'কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফটক'।

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিককে পাশে নিয়ে রবীন্দ্র ভবনের সামনে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন, "গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর দেশের শুধু নয়, বিশ্বের কাছে গর্বের । তাঁর সৃষ্টি পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে । আমি গর্বিত এমন বিখ্যাত মানুষের কর্মভূমিতে আসতে পেরে ।"

আরও পড়ুন:

  1. ভেঙে দেওয়া হল বিতর্কিত ফলক, শান্তিনিকেতনে বসল রবীন্দ্রনাথের নামাঙ্কিত নয়া ফলক
  2. রবীন্দ্রনাথ বিহীন বিতর্কিত ফলক এখনও স্বমহিমায় বিশ্বভারতীতে, কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ সকলে
  3. ফলক বিতর্কে উপাচার্যকে থানায় তলব, মুখ্যমন্ত্রীকে 'অসম্মান' করা নিয়েও অভিযোগ দায়ের
Last Updated :Dec 14, 2023, 5:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details