পশ্চিমবঙ্গ

west bengal

Rampurhat Bagtui Massacre : মমতাকে বগটুইয়ে স্বাগত জানাতে তৃণমূলের তোরণ ! শুরু বিতর্ক

By

Published : Mar 24, 2022, 1:06 PM IST

Updated : Mar 24, 2022, 2:36 PM IST

রামপুরহাটের বগটুই গ্রামে বাড়িতে আগুন লাগিয়ে 8 জনকে পুড়িয়া মারার অভিযোগ উঠেছে (Rampurhat Bagtui Massacre) ৷

Bagtui village Massacre
মমতাকে বগটুইয়ে স্বাগত জানাতে তৃণমূলের তোরণ

রামপুরহাট, 24 মার্চ : বৃহস্পতিবার দুপুরে রামপুরপাটের বগটুই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Bagtui) ৷ বুধবারই তিনি জানিয়েছিলেন এদিন বগটুই যাবেন ৷ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই রামপুরহাটে বগটুই গ্রাম থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে ধরা পড়েছে এক দৃশ্য ৷ যা নতুন বিতর্কের ইন্ধন দিচ্ছে ৷ মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে সেখানে তৈরি হয়েছে তোরণ ৷ সেখানে লেখা হয়েছে, "সু-স্বাগতম মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়" ৷ এই তোরণের নীচে লেখা রয়েছে, সৌজন্যে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটি ৷ ছবিও রয়েছে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ৷

যে বগটুই গ্রামে জীবন্ত পুড়িয়ে মারার মতো ভয়ঙ্কর, নারকীয় ঘটনার অভিযোগ উঠেছে, সেখানে মুখ্যমন্ত্রীকে আপ্যায়নে এমন ঘটা কেন তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে প্রশাসনিক প্রধান হিসেবে তাঁর দায়িত্ব পালনে, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে যাচ্ছেন সেখানে জেলা তৃণমূল কেন মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে এভাবে তাঁকে স্বাগত জানাচ্ছে তা নিয়ে দলের অন্দরেই গুঞ্জন শুরু হয়েছে ৷ এরকম একটি ঘটনার পরে এইরকম তোরণ বসানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল ৷

বুধবার রাতে তৈরি হওয়া এই তোরণগুলিকে কেন্দ্র করে বিতর্ক ইতিমধ্যেই দানা বেঁধেছে

আরও পড়ুন : বগটুই-কাণ্ডে ক্ষতিপূরণের ঘোষণা, তৃণমূল নেতা আনারুলকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

তবে সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় জেলা তৃণমূল নেতৃত্বকে বলেছেন, তিনি দলীয় নেত্রী হিসেবে নয় মুখ্যমন্ত্রী হিসেবে রামপুরহাট আসার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তাই তিনি চান না তাঁর যাত্রা পথে কোনও দলীয় পতাকা বা তাঁর ছবি থাকুক ৷ বৃহস্পতিবার রামপুরহাট পৌঁছেই দলীয় নেতৃত্বকে দলের সমস্ত পতাকা তাঁর যাত্রা পথ থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ মনে করা হচ্ছে, বগটুই এর এই ঘটনার পর তাঁর সফরকে ঘিরে অযাচিত কোনও বিতর্ক তৈরি হোক তা চাইছেন না মুখ্যমন্ত্রী ৷ তাই তাঁর এই সিদ্ধান্ত ৷ তবে তাঁর এই সিদ্ধান্তের আগেই বুধবার রাতে তৈরি হওয়া এই তোরণগুলিকে কেন্দ্র করে বিতর্ক ইতিমধ্যেই দানা বেঁধেছে ৷

Last Updated :Mar 24, 2022, 2:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details