পশ্চিমবঙ্গ

west bengal

ব্যর্থ টপ-অর্ডার, সেঞ্চুরিয়নে দলকে টানছেন বিরাট-শ্রেয়স; মধ্যাহ্নভোজে ভারত তিন উইকেট খুইয়ে 91

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 4:35 PM IST

Updated : Dec 26, 2023, 4:51 PM IST

Fifty Partnership by Virat Kohli and Shreyas Iyer in 1st Inning: প্রাথমিক ধাক্কা সামলে ভারতের প্রথম ইনিংস টানছেন বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার ৷ দুই সিনিয়র ক্রিকেটারের পঞ্চাশ রানের পার্টনারশিপে ভর করে মানরক্ষা ভারতের ৷

ETV BHARAT
ETV BHARAT

সেঞ্চুরিয়ন, 26 ডিসেম্বর: অতি আগ্রাসনই কাল হল রোহিত শর্মার ৷ সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের শুরুতেই কাগিসো রাবাদার পাতা ফাঁদে সহজেই ধরা দিলেন ভারত অধিনায়ক ৷ শরীর ধেয়ে আসা শর্ট-বল হুক করতে গিয়ে ফাইন-লেগ বাউন্ডারিতে সহজ ক্যাচ তুলে মাঠ ছাড়তে হল রোহিতকে (5 রান) ৷ টেস্ট ম্যাচে যে ওয়ান-ডে’র আগ্রাসন খাপ খায় না, সেটা ফের একবার প্রমাণ হল ৷ অন্তত দক্ষিণ আফ্রিকার মতো বিদেশের মাঠে ৷ সেঞ্চুরিয়নে বক্সিং-ডে টেস্টের প্রথম ইনিংসের মধ্যাহ্নভোজে 3 উইকেট হারিয়ে 91 রান তুলেছে ভারত ৷ রোহিত ছাড়াও আরেক ওপেনার যস্বশী জয়সওয়াল (17 রান) অফস্টাম্পের বাইরের বলে ঠকে গিয়ে কট-বিহাইন্ড হয়ে ফেরেন ৷

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে টেস্টে তিন নম্বরে ব্যাট করতে নামা শুভমন গিলও (2) ব্যর্থ হলেন ৷ লেগস্টাম্পের বাইরের বল গ্লাভসে লেগে উইকেট-কিপারের হাতে আউট হন শুভমন ৷ এ দিন প্রথম 12 ওভারে 24 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ৷ সেখান থেকে মেন ইন-ব্লু ব্রিগেডের ইনিংস সামলালেন বিরাট কোহলি (33 রানে অপরাজিত) ৷ তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন শ্রেয়স আইয়ার (31 রানে অপরাজিত) ৷ মিডল-অর্ডার ব্যাটার 89 বলে 67 রানের পার্টনারশিপ করেছেন ৷

আউটফিল্ড ভিজে থাকায় এদিন ম্যাচ শুরু হতে আধঘণ্টা দেরি হয় ৷ প্রথম সেশনের প্রথম একঘণ্টা পুরোপুরি দক্ষিণ আফ্রিকার পেস বিভাগের নামে ছিল ৷ কাগিসো রাবাদা তাঁর 7 ওভারের স্পেলে শুরু থেকে শেষ পর্যন্ত ভারতীয় ব্যাটারদের কঠিন প্রশ্ন করে গেলেন ৷ বিশেষত, দুই ওপেনার যস্বশী এবং রোহিতকে ৷ প্রথম ওভারে দু’বার অল্পের জন্য যস্বশীর ব্যাটারে কানা বাঁচিয়ে বল উইকেট-কিপারের গ্লাভসে চলে যায় ৷

কিন্তু, পুরস্কার স্বরূপ রাবাদা তাঁর প্রথম উইকেটটি পান দ্বিতীয় ওভারে ৷ ভারত অধিনায়কের সবচেয়ে শক্তিশালী শটকেই, তাঁর বিরুদ্ধে হাতিয়ার করেন রাবাদা ৷ লেগস্টাম্প লাইনে শরীর ধেয়ে আসা বলে হুক-শট খেলে আউট হন রোহতি ৷ সেঞ্চুরিয়নের বড় বাউন্ডারি যে সহজে পার করা সম্ভব নয়, তা রোহিত বুঝে উঠতে পারেননি ৷ সফল ওয়ান-ডে অভিষেকের পর, আজ প্রোটিয়াদের হয়ে টেস্ট অভিষেক করা নান্দ্রে বার্জার যস্বশী এবং শুভমনের উইকেট নিয়ে গেলেন ৷

তবে, বিরাট কোহলির সামনে বার্জার, জানসেন এবং কোয়েৎজে যে নিতান্তই শিশু, তা আরও একবার প্রমাণিত হল ৷ টেস্ট ক্রিকেটে 29টি সেঞ্চুরির মালিককে যে, অতসহজে আউট করা যাবে না, তা এ দিন বুঝিয়ে দিলেন তিনি ৷ সঙ্গে তিন তরুণ পেসারের অনভিজ্ঞতার ছাপ প্রথম সেশনে স্পষ্ট নজরে এল ৷ তাই বিরাটের পাশাপাশি শ্রেয়স আইয়ারও কোনও ঝুঁকি না-নিয়ে সহজেই স্কোরবোর্ডে রান তুললেন ৷

আরও পড়ুন:

  1. অধিনায়ক রোহিতের প্রথম বক্সিং-ডে টেস্ট, সেঞ্চুরিয়নে টস জিতে বোলিং প্রোটিয়াদের
  2. প্রেমিকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ কলকাতার প্রাক্তন ক্রিকেটার, পালটা এফআইআর যুবতীর
  3. 'অধরা মাধুরী'র স্বাদ পেতে চান, রেনবো নেশনে টেস্ট যুদ্ধের আগে অকপট রোহিত
Last Updated :Dec 26, 2023, 4:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details