ETV Bharat / sports

প্রেমিকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ প্রাক্তন নাইট ক্রিকেটারের, পালটা এফআইআর যুবতীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 12:25 PM IST

Updated : Dec 26, 2023, 9:58 PM IST

Cricketer KC Cariappa and his Ex-girlfriend Lodge Complaints Against Each-other: একে অপরের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন ক্রিকেটার কেসি কারিয়াপ্পা এবং তাঁর প্রাক্তন প্রেমিকা ৷ যুবতীর বিরুদ্ধে হুমকি ও জোর করে বাড়িতে প্রবেশের অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন কেকেআর ক্রিকেটার ৷ পালটা তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও জোর করে গর্ভপাতের অভিযোগ এনেছেন যুবতী ৷

ETV BHARAT
ETV BHARAT

বেঙ্গালুরু, 26 ডিসেম্বর: প্রাক্তন প্রেমিকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন প্রাক্তন কেকেআর এবং রাজস্থান রয়্যালস ক্রিকেটার কে সি কারিয়াপ্পা ৷ তিনি প্রাক্তন প্রেমিকার বিরুদ্ধে মানসিক নির্যাতন এবং তাঁর বাড়িতে ঢুকে বাবা-মাকে হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন বাগালাগুন্তে থানায় ৷ যদিও, পালটা এই ক্রিকেটারের বিরুদ্ধে আরটি নগর থানায় অভিযোগ দায়ের করেছেন যুবতী ৷ দু’টি আলাদা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দুই থানার আধিকারিকরা ৷

কেসি কারিয়াপ্পার পুলিশি অভিযোগের কপি ইটিভি ভারতের হাতে এসেছে ৷ সেখানে তিনি জানিয়েছেন, ওই যুবতীর সঙ্গে তাঁর পরিচয় দেড় বছর আগে ৷ সেই সময় দু’জনের মধ্যে সম্পর্ক তৈরি হয় ৷ তবে, ওই যুবতী মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ করেছেন কারিয়াপ্পা ৷ সেই কারণে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি ৷ 6 মাসের মধ্যেই তাঁদের সম্পর্ক ভেঙে যায় ৷ তিনি অভিযোগপত্রে উল্লেখ করেছেন, ‘‘সেই সময় ও আমার উপর মানসিকভাবে অত্যাচার শুরু করেছিল ৷ আমাকে হুমকি দিয়েছিল, ‘আমি তোমার ক্রিকেট কেরিয়ার শেষ করে দেব ৷ ইন্টারনেটে আমি তোমার সম্মানহানি করব ৷ আমি আত্মহত্যা করব ৷ আর সুইসাইড নোটে তোমার নাম লিখে যাব আমার মৃত্যুর কারণ হিসেবে’ ৷’’

বর্তমানে মিজোরামের হয়ে রঞ্জি খেলে কারিয়াপ্পা দাবি করেছেন, তিনি সেই সময় বিষয়টিকে গুরুত্ব দেননি এবং সম্পর্ক থেকে বেরিয়ে আসেন ৷ কিন্তু, গত 22 ডিসেম্বর বাগালাগুন্তে এলাকার রামায়া লেআউটে তাঁর বাড়িতে জোর করে ঢুকে পড়েন প্রাক্তন প্রেমিকা ৷ সেখানে তিনি কারিয়াপ্পার বাবা-মাকে গালাগালি করেন এবং তাঁদের হুমকি দেন বলে অভিযোগ ৷ এর পরেই ক্রিকেটার পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন ৷

কেসি কারিয়াপ্পার অভিযোগের পালটা একটি এফআইআর দায়ের করেছেন যুবতী ৷ সেখানে তিনি কারিয়াপ্পার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গর্ভপাতে বাধ্য করা-সহ একাধিক অভিযোগ এনেছেন ৷ সেই অভিযোগের কপিও ইটিভি ভারতের হাতে এসেছে ৷ সেই অভিযোগপত্র অনুযায়ী যুবতী পুলিশকে জানিয়েছেন, তাঁর এবং কারিয়াপ্পার ইনস্টাগ্রামে পরিচয় হয় ৷ সেখান থেকে তাঁদের সম্পর্ক তৈরি হয় ৷ পরবর্তী সময়ে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও হয় এবং তিনি গর্ভবতী হন ৷ কিন্তু, কারিয়াপ্পা সেই সন্তান চাননি বলে অভিযোগ করেছেন যুবতী ৷

তিনি অভিযোগ করেছেন, ‘‘আমি গর্ভবতী হওয়ার পর ও আমাকে গর্ভপাতের ওষুধ দেয় ৷ কিন্তু, ওকে সন্তান জন্ম দেওয়ার কথা বললে, জোর করে আমাকে গর্ভপাতের ওষুধ খাওয়ায় ৷ লাগাতার পাঁচদিন আমাকে গর্ভপাতের ওষুধ খাইয়ে ছিল ৷ এর পর আমাকে 'গোল্ডেন ফার্ম রিসর্টে' নিয়ে গিয়েছিল কারিয়াপ্পা ৷ আর তার একসপ্তাহ পরে আমার গর্ভপাত হয় ৷ এই ঘটনায় আমি বাগালাগুন্তে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলাম ৷ কিন্তু, কারিয়াপ্পা আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয় এবং আমাকে দিয়ে এফআইআর তুলিয়ে নেয় ৷ এর পরে আমার থেকে ধাপে ধাপে 2 লক্ষ টাকাও নিয়েছিল ও ৷’’

যুবতী অভিযোগ করেছেন, সম্প্রতি কেসি কারিয়াপ্পার বাবা-মা তাঁকে হুমকি দিয়েছিলেন ৷ এমনকী তাঁরা বলেন, ‘‘তোমার বিবাহ-বিচ্ছেদ হয়েছে ৷ তুমি আমাদের ছেলেকে বিয়ে করতে পারবে না ৷’’ গত 18 ডিসেম্বর কারিয়াপ্পা মেয়েটির বাড়িতে গিয়েও একই কথা বলেন বলে পুলিশে দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে ৷ যুবতী পুলিশকে জানিয়েছেন, কারিয়াপ্পা পুলিশে অভিযোগ জানানোর পরেও, তাঁর বাড়িতে এসে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছেন ৷ বাগালাগুন্তে ও আরটি নগর থানায় এই দু’টি মামলায় পৃথকভাবে তদন্ত হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. অমিত শাহর সঙ্গে বৈঠকে কুস্তি নিয়ে কথা হবে না, দাবি ব্রিজভূষণের
  2. 'পুরো কমিটি নাকি শুধু সঞ্জয় সিং...', সাসপেনশন নিয়ে স্পষ্ট কিছু জানেন না সাক্ষী
  3. ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনে সরকারি হস্তক্ষেপ', পাঁচবারের বিশ্বজয়ীদের সাসপেন্ডের হুঁশিয়ারি ফিফার
Last Updated :Dec 26, 2023, 9:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.