পশ্চিমবঙ্গ

west bengal

Raj Subhashree: মালদ্বীপে রাজের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো পোস্ট শুভশ্রীর

By

Published : Sep 30, 2021, 7:03 PM IST

ছেলে ইউভানকে (Yuvaan) নিয়ে মালদ্বীপে (Maldives) বেড়াতে গিয়েছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)৷ সেখানে হাবির সঙ্গে কাটানো একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো পোস্ট করলেন অভিনেত্রী ৷

subhashree ganguly enjoying Maldives trip with husband raj chakraborty and son Yuvaan
মালদ্বীপে রাজের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো পোস্ট শুভশ্রীর

কলকাতা, 30 সেপ্টেম্বর: মালদ্বীপে (Maldives) চুটিয়ে ছুটি উপভোগ করছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)৷ ছেলে ইউভানকে (Yuvaan) নিয়ে এটাই তাঁদের প্রথম বিদেশ সফর ৷ যাওয়ার পর থেকেই নিজেদের অবসর যাপনের নানা মুহূর্ত শেয়ার করছেন রাজ ও শুভশ্রী দু'জনেই ৷ এবার অভিনেত্রী তাঁর ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন হাবির সঙ্গে ঘনিষ্ট মুহূর্তের ছবি ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছোট ভিডিয়ো পোস্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ সেখানে রাজের সঙ্গে তাঁর কোয়ালিটি টাইম কাটানোর মুহূর্ত ধরা পড়েছে ৷ ভিডিয়োয় অভিনেত্রীকে রাজের হাতের উপর মাথা রেখে শুয়ে থাকতে দেখা গিয়েছে ৷ রাজের খালি গা ৷ আর শুভশ্রীর পরনে ট্যাঙ্ক টপ ৷ ক্যাপশনে লেখা রয়েছে, "হট অ্যান্ড সল্টি ৷"

আরও পড়ুন:Prosenjit Chatterjee: বুম্বাদার জন্মদিনে বহরমপুরের বাড়িতে কেক কাটতেন ঐন্দ্রিলা

এই পোস্ট দেখে আপ্লুত নেটিজেনরা ৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি - সবাই এই ভিডিয়ো দেখে ভালবাসা জানিয়েছেন এই সেলেব দম্পতিকে ৷ অভিনেত্রী রীতাভরি চক্রবর্তী যেমন লিখেছেন, হট ৷ দিয়েছেন আগুনের ইমোজি ৷ গায়িকা ইমন চক্রবর্তী লিখেছেন, ওয়াও ৷ ভালবাসার ইমোজি দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত ৷

আরও পড়ুন:Rachana Banerjee: মিথ্যে গল্পে মনোরঞ্জন ? রচনার দিদি নম্বর ওয়ান বন্ধের দাবি নেটিজেনদের

দিনকয়েক আগেই সপরিবার মালদ্বীপ বেড়াতে গিয়েছেন রাজ ৷ বিমানবন্দরে ইউভানের ছোট ছোট পায়ে হেঁটে চলার ভিডিয়ো, সুইমিং কস্টিউম পরে শুভশ্রীর স্নানের ছবি, রাজের প্রোফাইলে প্রাকৃতিক সৌন্দর্যের ছবি - এমনই নানা পোস্টে নিজেদের ভক্তদের আনন্দ দিয়ে গিয়েছেন রাজ ও শুভশ্রী ৷ ব্যস্ত শেডিউল থেকে ছুটি নিয়ে এখন তাঁরা নীল জলরাশি, প্রাকৃতিক নৈসর্গ আর ইউভানকে নিয়ে একান্ত সান্নিধ্যে মজে রয়েছেন ৷ ছেলের জন্মদিনের আগে পুরীতে বেড়াতে গিয়েছিলেন এই সেলেব কাপল ৷ পুরীর সমুদ্র সৈকতে ছোট্ট ছোট্ট পায়ে হাঁটাহাঁটি করতে দেখা গিয়েছিল ইউভানকে ৷ এ বার বাবা-মায়ের হাত ধরে সে পাড়ি দিয়েছে সুদূর মালদ্বীপে ৷ তাদের ছুটি কাটানোর আরও ছবি ও ভিডিয়োর অপেক্ষায় থাকলেন ভক্তরা ৷

আরও পড়ুন: Shweta Tiwari : হাসপাতালে ভর্তি শ্বেতা, দ্রুত আরোগ্য কামনা প্রাক্তন স্বামীর

ABOUT THE AUTHOR

...view details