পশ্চিমবঙ্গ

west bengal

Koel Mallick: হিন্দি ছবিতে কোয়েল মল্লিক, পরিচালক অরিন্দম শীল

By

Published : Oct 6, 2021, 6:58 PM IST

অরিন্দন শীলের (Arindam Sil) পরিচালনায় হিন্দি ছবিতে অভিষেক (Hindi Movie Debut) ঘটতে চলেছে অভিনেত্রী কোয়েল মল্লিকের (Koel Mallick)৷ প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস ৷

koel mallick making debut in hindi movie, director is Arindam Sil
হিন্দি ছবিতে কোয়েল মল্লিক, পরিচালক অরিন্দম শীল

কলকাতা, 6 অক্টোবর: হিন্দি ছবিতে ডেবিউ (Hindi Movie Debut) করতে চলেছেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। 'সুরিন্দর ফিল্মস'-এর প্রযোজনাতেই আসছে এই ছবি ।

দ্বিতীয় হিন্দি ছবির কাজে হাত দিতে চলেছে 'সুরিন্দর ফিল্মস'। এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় হিন্দি ছবি 'মনোহর পাণ্ডে' বানিয়েছে সুরিন্দর ফিল্মস । অধিকাংশ শুটিং হয়েছিল কলকাতাতেই । সৌরভ শুক্লা, রঘুবীর যাদব, সুপ্রিয়া পাঠক ছিলেন অভিনয়ে । একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন বাংলার সুদীপ্তা চক্রবর্তীও ।

এ বার কোয়েল অভিনীত হিন্দি ছবিতে পরিচালকের দায়িত্বে থাকছেন অরিন্দম শীল (Arindam Sil)। ছবির ব্যাপারে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতা গোষ্ঠী । ছবির নামও জানা যায়নি । কোয়েলের বিপরীতে কাকে দেখা যাবে, সেই ব্যাপারেও কোনও আভাস মেলেনি । এ ক্ষেত্রে আগ্রহ খানিকটা বেশি । কারণ কোয়েলের বিপরীতে বাংলার কেউ নাকি বলিউডের কোনও তারকাকে দেখা যাবে, তা নিয়ে জল্পনা দানা বাঁধবেই দর্শকের মনে ।

আরও পড়ুন:Satish Maneshinde: সঞ্জয়-সলমন-রিয়ার পর আরিয়ান, আইনি প্যাঁচে সতীশ মানেশিণ্ডেতেই ভরসা বলি সেলেবদের

এই পুজোতেই মুক্তি পাচ্ছে কোয়েল অভিনীত সাই ফাই ছবি 'বনি'। এখানে পরমব্রতর সঙ্গে জুটি বেঁধেছেন কোয়েল । বিষ্ময় শিশুর বাবা-মায়ের চরিত্রে রয়েছেন দু'জনে । এর আগেও হিন্দি ছবির অফার এসেছিল কোয়েলের কাছে । তবে সেখানে অতিমাত্রায় সাহসী দৃশ্যের কারণে সেই ছবি করতে রাজি হননি অভিনেত্রী । অফার এসেছিল অনুরাগ বসুর কাছ থেকে 'গ্যাংস্টার' ছবিতে মুখ্য চরিত্রের জন্যই । বলা বাহুল্য, কোয়েলের একটা 'না'-তেই শিকে ছিঁড়ে যায় কঙ্গনা রানাওয়াতের । বলিউডে এই ছবির মাধ্যমেই ডেবিউ করেন কঙ্গনা । এ বার পালা কোয়েলের ।

কোয়েল মল্লিক

আরও পড়ুন:Iman Chakraborty: এবার পুজোয় ইচ্ছে ডানায় ভাসবেন ইমন

গত বছর মা হওয়ার পর তেমন একটা কাজ করতে দেখা যায়নি অভিনেত্রীকে ৷ ছিলেন নিজের ছন্দে, সন্তান এবং পরিবারের সঙ্গে । তবে এক বিনোদন চ্যানেলে এ বারের মহালয়ায় দুর্গারূপে দেখা গিয়েছে তাঁকে ।

আরও পড়ুন:Cruise Ship Party Case: মাদক কাণ্ডে আরও অনেকে জড়িত, জানালেন এনসিবি আধিকারিক

ABOUT THE AUTHOR

...view details