ETV Bharat / sitara

Iman Chakraborty: এবার পুজোয় ইচ্ছে ডানায় ভাসবেন ইমন

author img

By

Published : Oct 5, 2021, 1:12 PM IST

দুর্গাপুজোয় (Durga Puja) ভালোবাসার মানুষের জন্য নতুন গান নিয়ে এলেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী । ইচ্ছা ডানা গানটির সুর দিয়েছেন নীলাঞ্জন ঘোষ ৷ গানটির দৃশ্যপট শুট হয়েছে পাহাড়ে ৷

iman chakraborty's song Ichhedana released in durga puja
এবার পুজোয় ইচ্ছে ডানায় ভাসবেন ইমন

কলকাতা, 5 অক্টোবর: ইমন প্রেমীদের জন্য সুখবর ৷ এ বার দুর্গাপুজোয় (Durga Puja) না হওয়া ভালোবাসা এবং ভালোবাসার মানুষের জন্য শারদীয়ার গান নিয়ে এলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী ।

গানের নাম 'ইচ্ছে ডানা'। গানটির সুর সৃষ্টি ও ডিজাইনে রয়েছেন নীলাঞ্জন ঘোষ, গানের কথা লিখেছেন মানিক বেরা । গানটির জন্য ভিডিয়ো নির্মাণ করেছেন শুভদীপ । একেবারে সমকালীন আবহে তৈরি করা হয়েছে গানের সুর । শারদ উৎসবের শুরুতেই শরতের প্রেমের গান নিয়ে আসছেন ইমন ।

‘ইমন চক্রবর্তী প্রোডাকশনস’-এর ইউটিউব চ্যানেল থেকে গানের মিউজিক ভিডিয়ো মুক্তি পেয়েছে । গানের বিষয়ে ইমন বলেন, "দুর্গাপুজো এসে গিয়েছে, আর এই পুজোতে নতুন গান 'ইচ্ছে ডানা' নিয়ে এলাম । গানের গীতিকার মানিক বেরার উদ্যোগেই এই গানটি করতে পেরেছি আমরা, অনেক ধন্যবাদ জানাই তাঁকে । গানের সুর সৃষ্টি করেছেন নীলাঞ্জন ঘোষ । আপনারা গানটি অবশ্যই শুনবেন । নতুন বাংলা গান শুনুন, বাংলা গানের পাশে থাকুন ।"

আরও পড়ুন: Cruise Ship Party Case: মাদক কাণ্ডে আরও অনেকে জড়িত, জানালেন এনসিবি আধিকারিক

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অন্যদিকে, গানের সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষ বলেন, "পুজোতে নতুন বাংলা গান তৈরি করার চল আজকের না । আমরা সেই ধারাই অব্যাহত রাখার চেষ্টায় নতুন গান ইচ্ছে ডানা নিয়ে সকলের কাছে এসেছি । গানটির জন্য অসাধারণ একটা ভিডিয়ো নির্মাণ করেছেন শুভদীপ । সকলে মিলে পাহাড়ে গিয়ে খুব আনন্দ করে শুটিং করেছি আমরা । প্রত্যেক বারের মতো এই গানের মধ্যে দিয়েও নতুন কিছু পরিবেশন করার চেষ্টা করেছি । আশা করি সকলের ভাল লাগবে ।"

আরও পড়ুন: Mahalaya Program: মহালয়ায় টিভির পর্দায় রাতভর 'আগমনী আরাধনা'

এই গানের সঙ্গে যুক্ত সকলেই খুব আশাবাদী যে, এ বার পুজোয় সঙ্গীতপ্রেমীদের মন ছুঁয়ে যাবে 'ইচ্ছে ডানা'।

আরও পড়ুন: Ghanshyam Nayak : নট্টু কাকা আর নেই, মনখারাপ 'তারক মেহতার কা উল্টা চশমা'-র দর্শকদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.