ETV Bharat / bharat

Cruise Ship Party Case: মাদক কাণ্ডে আরও অনেকে জড়িত, জানালেন এনসিবি আধিকারিক

author img

By

Published : Oct 5, 2021, 10:55 AM IST

Updated : Oct 5, 2021, 11:42 AM IST

আগামী 7 অক্টোবর পর্যন্ত আরিয়ান খানকে এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালত ৷ হেফাজতে পাঠানো হয়েছে তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাকেও ৷

Cruise Ship Party Case
ঘটনায় আরও অনেকের যোগ থাকার আশঙ্কা এনসিবির

মুম্বই, 5 অক্টোবর: কেবল শাহরুখ-পুত্র আরিয়ান কিংবা তাঁর হাতেগোনা সহযোগীরাই নন, মুম্বইয়ের প্রমোদতরীতে মাদক পার্টি কাণ্ডে যোগ রয়েছে আরও অনেকের ৷ সোমবার জানালেন মুম্বই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে ৷

এদিন সমীর ওয়াংখেড়ে বলেন, ‘‘তদন্ত প্রক্রিয়া চলছে ৷ মনে করা হচ্ছে আরও অনেকে ঘটনায় জড়িত আছে ৷ আটজনকে আজ আদালতে তোলা হয়েছিল ৷ এদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করে চারদিনের হেফাজতে পাঠানো হয়েছে ৷’’ উল্লেখ্য, 2 অক্টোবর রাতে মুম্বইয়ের কর্ডেইলা প্রমোদতরীতে মাদক পার্টিতে হানা দেয় মুম্বই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ৷ ওই পার্টিতে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান-পুত্র আরিয়ান খান ৷ আরিয়ান এবং দুই বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা সহ 8 জনকে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি হেফাজতে নেওয়া হয় ৷

এনসিবির হেফাজতে একদিনের মেয়াদ শেষ হওয়ার পর সোমবার আরিয়ান খান, তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাকে মুম্বইয়ের আদালতে পেশ করা হয় ৷ আদালতে তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন, "মাদক সেবনকারীকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত না-করলে আমরা কীভাবে জানতে পারব যে, কারা এই মাদক সরবরাহ করছে আর কারা এর খরচ দিচ্ছে ? এঁদের হেফাজতে নেওয়া প্রয়োজন ৷ তরুণ প্রজন্মের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে মাদক ৷"

আরও পড়ুন: আরিয়ান ও তাঁর দুই বন্ধুকে 7 অক্টোবর পর্যন্ত হেফাজতে পাঠাল আদালত

অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অভিযোগের সুরে জানান, আরিয়ান খানের মোবাইল থেকে বিস্ময়কর ও আপত্তিকর বেশ কিছু জিনিস পাওয়া গিয়েছে, সেই কারণেই তাঁকে হেফাজতে নেওয়া প্রয়োজন ৷

Last Updated :Oct 5, 2021, 11:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.