ETV Bharat / state

নির্বাচনের আগে ডিসিআরসিগুলিতে চূড়ান্ত ব্যস্ততা - Lok Sabha Election 2024

Lok Sabha Election Seventh Phase: সপ্তম দফা নির্বাচনের আগে ডিসিআরসিগুলিতে ব্যস্ততার চেনা ছবি ৷ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ভোটকর্মীরা রওনা দিলেন নিজ নিজ ভোটকেন্দ্রের দিকে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 9:38 PM IST

Lok Sabha Polls Seventh Phase
বুথের পথে ভোটকর্মীরা (নিজস্ব ছবি)

কলকাতা, 31 মে: রাত পোহালেই সপ্তম দফার নির্বাচন । ভোট রয়েছে এ রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে ৷ যার মধ্যে রয়েছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, বারাসত, বসিরহাট, ডায়মণ্ড হারবার, মথুরাপুর ও জয়নগর ৷ তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতির চেনা ছবি দেখা গেল ডিসিআরসি কেন্দ্রগুলিতে । ব্রতচারী আশ্রম (বেহালা পূর্ব), বিবেকানন্দ কলেজ (বেহালা পশ্চিম)-এর ডিসিআরসি থেকে কাজ, দায়িত্ব এবং ভোটের সরঞ্জাম বুঝে নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা । রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ।

ভোট-প্রস্তুতি দক্ষিণ কলকাতায় (ইটিভি ভারত)

লোকসভা নির্বাচনের সব খবর পেতে ক্লিক করুন এখানে

ভোটকর্মীদের জিজ্ঞাসা করতেই তাঁরা প্রায় সকরেই বলছেন, "ভয় কাজ করছে বটে তবে অত বেশি নয় । ব্যবস্থাপনা ভালো । যেখান থেকে ভোটের সরঞ্জাম তুলে নিতে এসেছি সেখানেও রয়েছে কঠোর নিরাপত্তা।" ভোট শেষ হলে এই কেন্দ্রে এসেই আবার বিভিন্ন সামগ্রী ফিরিয়ে দিতে হবে ভোট কর্মীদের।

উত্তর 24 পরগনার 3 লোকসভা কেন্দ্রে স্পর্শকাতর বুথ 1 হাজার 441, অধিকাংশই বসিরহাটে

অন্যদিকে, কলকাতা দক্ষিণের ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজের ডিসিআরসি সেন্টারে অভিযোগ ওঠে ভোটকর্মীরা লাইন দিয়ে তিন চার ঘণ্টা দাঁড়িয়ে আছেন ৷ অনেকক্ষণ পর্যন্ত নাম নথিভুক্ত করতে পারেননি তাঁরা । মাত্র দুটো কাউন্টার মেইন রোড থেকে বিবেকানন্দ কলেজের মাঠ পর্যন্ত লাইন চলে গিয়েছে যার ফলে ভোটকর্মীরা বুঝতেই পারছেন না কোন কাউন্টারে গিয়ে তাঁরা নাম নথিভুক্ত করবে ৷ এই ডিসিআরসিতে চরম অব্যবস্থার কথা জানালেন ভোটকর্মীরা নিজেরাই । কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 18 লক্ষ 49 হাজার 520 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 9 লক্ষ 47 হাজার 302 জন। মহিলা ভোটারের সংখ্যা 9 লক্ষ 2 হাজার 176 জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 42 জন। এই কেন্দ্রে মোট বুথের সংখ্যা 2078টি। তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 117টি।

কলকাতা, 31 মে: রাত পোহালেই সপ্তম দফার নির্বাচন । ভোট রয়েছে এ রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে ৷ যার মধ্যে রয়েছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, বারাসত, বসিরহাট, ডায়মণ্ড হারবার, মথুরাপুর ও জয়নগর ৷ তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতির চেনা ছবি দেখা গেল ডিসিআরসি কেন্দ্রগুলিতে । ব্রতচারী আশ্রম (বেহালা পূর্ব), বিবেকানন্দ কলেজ (বেহালা পশ্চিম)-এর ডিসিআরসি থেকে কাজ, দায়িত্ব এবং ভোটের সরঞ্জাম বুঝে নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা । রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ।

ভোট-প্রস্তুতি দক্ষিণ কলকাতায় (ইটিভি ভারত)

লোকসভা নির্বাচনের সব খবর পেতে ক্লিক করুন এখানে

ভোটকর্মীদের জিজ্ঞাসা করতেই তাঁরা প্রায় সকরেই বলছেন, "ভয় কাজ করছে বটে তবে অত বেশি নয় । ব্যবস্থাপনা ভালো । যেখান থেকে ভোটের সরঞ্জাম তুলে নিতে এসেছি সেখানেও রয়েছে কঠোর নিরাপত্তা।" ভোট শেষ হলে এই কেন্দ্রে এসেই আবার বিভিন্ন সামগ্রী ফিরিয়ে দিতে হবে ভোট কর্মীদের।

উত্তর 24 পরগনার 3 লোকসভা কেন্দ্রে স্পর্শকাতর বুথ 1 হাজার 441, অধিকাংশই বসিরহাটে

অন্যদিকে, কলকাতা দক্ষিণের ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজের ডিসিআরসি সেন্টারে অভিযোগ ওঠে ভোটকর্মীরা লাইন দিয়ে তিন চার ঘণ্টা দাঁড়িয়ে আছেন ৷ অনেকক্ষণ পর্যন্ত নাম নথিভুক্ত করতে পারেননি তাঁরা । মাত্র দুটো কাউন্টার মেইন রোড থেকে বিবেকানন্দ কলেজের মাঠ পর্যন্ত লাইন চলে গিয়েছে যার ফলে ভোটকর্মীরা বুঝতেই পারছেন না কোন কাউন্টারে গিয়ে তাঁরা নাম নথিভুক্ত করবে ৷ এই ডিসিআরসিতে চরম অব্যবস্থার কথা জানালেন ভোটকর্মীরা নিজেরাই । কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 18 লক্ষ 49 হাজার 520 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 9 লক্ষ 47 হাজার 302 জন। মহিলা ভোটারের সংখ্যা 9 লক্ষ 2 হাজার 176 জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 42 জন। এই কেন্দ্রে মোট বুথের সংখ্যা 2078টি। তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 117টি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.