পশ্চিমবঙ্গ

west bengal

Makar Sankranti greetings from Akshay Kumar : ঘুড়ি হাতে মকর সংক্রান্তির উৎসব পালন অক্ষয় কুমারের

By

Published : Jan 14, 2022, 5:48 PM IST

akshay kumars makar sankranti greetings come with beautiful message on hope

একইভাবে মকর সংক্রান্তির উৎসব পালনে ঘুড়ি হাতে মেতে উঠলেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার (Akshay Shares the Makar Sankranti greetings ) ৷

মুম্বই, 14 জানুয়ারি : মকর সংক্রান্তি মানেই আকাশে ঘুড়ির মেলা ৷ আজকের এই দিনে ঘুড়ির লড়াইয়ে মেতে ওঠে সারা ভারত ৷ এবার একইভাবে মকর সংক্রান্তির উৎসব পালনে মেতে উঠলেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার ৷ শীতের সকালে লাঠাই হাতে ঘুড়ি ওড়ানোর খেলায় মেতে উঠলেন অভিনেতা ৷

আর সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডেল থেকে শেয়ার করে নিজের অনন্য মেজাজে সকলকে শুভেচ্ছাও জানালেন তিনি (Akshay Shares the Makar Sankranti greetings ) ৷ অক্ষয় লেখেন, "মিঠে গুড় মে মিল গ্যায়ে তিল, উডতি পতঙ্গ অর খিল গ্যায়ে দিল...মকর সংক্রান্তি আপনাদের সকলের জীবনে আনন্দ এবং নতুন আশা বয়ে আনুক ৷ শুধু বিশ্বাসের সুতোটা অবশ্য়ই শক্ত করে ধরে রাখবেন ৷"

আরও পড়ুন : বিয়ের জল্পনার মাঝেই বিকিনিতে মৌনি, ছবি-ভিডিয়োয় আগুন ইন্টারনেটে

অবশ্য শুধু বলিউডর খিলাড়িই নন, আজকের এই দিনে ঘুড়ি হাতে নিজেদের ছোটবেলার স্মৃতিগুলিকে চাঙ্গা করে নিয়েছেন অনেকেই ৷ ক্রিকেটার ইরফান পাঠানকেও আজ দেখা গেল ঘুড়ি হাতে মাঠে ছুটে বেড়াতে ৷

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details