পশ্চিমবঙ্গ

west bengal

Volodymyr Zelenskyy Address UNSC : রাশিয়ার হামলার পর আজই প্রথম নিরাপত্তা পরিষদে ভাষণ দেবেন জেলেনস্কি

By

Published : Apr 5, 2022, 1:06 PM IST

Ukrainian President Volodymyr Zelenskyy Address UN Security Council for 1st Time Since Russian Invasion
Ukrainian President Volodymyr Zelenskyy Address UN Security Council for 1st Time Since Russian Invasion

রাশিয়ার হামলার পর প্রথমবার নিরাপত্তা পরিষদে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি (Volodymyr Zelenskyy Address UN Security Council) ৷ ব্রিটেনের সভাপতিত্বে এই ভাষণ দেবেন তিনি ৷ জানানো হয়েছে, রাশিয়ার যুদ্ধোপরাধকে বিশ্বের সামনে তুলে ধরতেই জেলেনস্কিকে দিয়ে নিরাপত্তা পরিষদের ভাষণ দেওয়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

মার্কিন যুক্তরাষ্ট্র, 5 এপ্রিল : আজ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দেবেন উইক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Ukrainian President Volodymyr Zelenskyy Address UN Security Council) ৷ রাশিয়ার আক্রমণের পর প্রথমবার নিরাপত্তা পরিষদে ভাষণ দেবেন তিনি ৷ এপ্রিল মাসে নিরাপত্তা কাউন্সিলের সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ব্রিটেন ৷ তার পরেই ব্রিটেনের তরফে জেলেনস্কির ভাষণের কথা জানিয়ে একটি টুইট করা হয়েছে ৷ প্রসঙ্গত, কিভের রাস্তায় ধ্বংসস্তুপের মধ্যে সাধারণ মানুষের হাত-পা বাঁধা দেহ উদ্ধারের ঘটনা সমগ্র বিশ্বকে শিহরিত করেছে ৷ রুশ বাহিনীর এমন নারকীয় আচরণের নিন্দায় সরব হয়েছে বিশ্ব ৷ এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের নিরাপত্তা পরিষদের আজকের ভাষণ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞরা ৷

ইউক্রেনের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভা এবং নিরাপত্তা কাউন্সিলের তরফে দফায় দফায় বৈঠক করা হয় ৷ এমনকি 193 সদস্য দেশের প্রতিনিধিদের নিয়ে বিরল জরুরি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে ৷ ব্রিটেনের সভাপতিত্বে একথা নিশ্চিত করা হয় যে, রাশিয়ার যুদ্ধোপরাধ নিয়ে সত্যিটা শুনবে নিরাপত্তা পরিষদ ৷ রাষ্ট্রসঙ্ঘে ব্রিটেন জানায়, রাশিয়া তথা পুতিনের এই যুদ্ধের আসল সত্যিটা তাঁরা প্রকাশ্যে আনবে ৷

আরও পড়ুন :Ukraine-Russia War : কিভের কাছে উদ্ধার হয়েছে 410 জন সাধারণ নাগরিকের দেহ

প্রসঙ্গত, বুচা শহরের রাস্তায় সাধারণ মানুষের দেহের ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যেখানে অনেকের হাত-পা বাঁধা অবস্থায় দেখা গিয়েছে ৷ যে দৃশ্য সমগ্র বিশ্বকে নাড়া দিয়ে গিয়েছে ৷ সেই সঙ্গে রাশিয়ার এই হিংসার নিন্দায় সরব হয়েছে সকলে ৷ এ নিয়ে তদন্ত করে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও তোলা হয়েছে ৷ বুচা শহরের রাস্তায় সারি সারি মৃতদেহ পড়ে থাকার দৃশ্য দেখে সরব হয়েছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তেনিয়ো গুতেরেস ৷ প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘‘বুচার রাস্তায় সাধারণ মানুষের দেহ পড়ে থাকার দৃশ্য দেখে আমি শিহরিত ৷’’

আরও পড়ুন : Zelenskyy tells Grammys : সুরের মূর্ছনাতেই পূরণ করতে হবে ইউক্রেনের হাহাকার, গ্র্যামির মঞ্চে বার্তা জেলেনস্কির

ABOUT THE AUTHOR

...view details