ETV Bharat / international

Zelenskyy tells Grammys : সুরের মূর্ছনাতেই পূরণ করতে হবে ইউক্রেনের হাহাকার, গ্র্যামির মঞ্চে বার্তা জেলেনস্কির

author img

By

Published : Apr 4, 2022, 12:30 PM IST

Zelenskyy tells Grammys
সুরের মূর্ছনাতেই পূরণ করতে হবে ইউক্রেনের হাহাকার, গ্র্যামির মঞ্চে বার্তা জেলেনস্কির

লা ভেগাসে 64তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চ আচমকাই এদিন তাঁর ভিডিওবার্তা নিয়ে হাজির হন ইউক্রেন প্রেসিডেন্ট (Volodymyr Zelenskyy made a surprise appearance at the 64th Annual Grammy Awards on Sunday) ৷ জেলেনস্কি জানান, রুশ আগ্রাসন তিলে তিলে বিনাশ করছে ইউক্রেনীয়দের স্বপ্ন ৷

লাস ভেগাস, 4 এপ্রিল : আমার দেশের শিশুরা আর কেউ তারা খসার দৃশ্য আঁকছে না, আঁকছে বোমারু বিমান-রকেটের ছবি ৷ ধ্বংস হয়ে যাওয়া একের পর এক শহর, মানুষের মৃত্যুতে তীব্র হাহাকার ইউক্রেনজুড়ে ৷ এই হাহাকার সুরের মূর্ছনায় পূর্ণ করতে হবে আপনাদেরকেই ৷ গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চ থেকে দেশকে বাঁচাতে মিউজিসিয়ানদের প্রতি কাতর আর্জি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Zelenskyy tells Grammys to fill Ukraine's silence with music) ৷

লাস ভেগাসে 64তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চ আচমকাই এদিন তাঁর ভিডিওবার্তা নিয়ে হাজির হন ইউক্রেন প্রেসিডেন্ট (Volodymyr Zelenskyy made a surprise appearance at the 64th Annual Grammy Awards on Sunday) ৷ জেলেনস্কি জানান, রুশ আগ্রাসন তিলে তিলে বিনাশ করছে ইউক্রেনীয়দের স্বপ্ন ৷ তিনি বলেন, "ইউক্রেনের অবস্থা এমনই যে সুরকাররা টুক্সেডাস নয়, বর্ম পরছেন ৷ গান গাইছেন হাসপাতালে জখমদের সঙ্গে ৷ সে গান হয়তো কেউ শুনছেও না ৷ তবে আমি নিশ্চিত দেশের এই দুর্দিনে মিউজিকই দিশা এনে দেবে ৷"

জেলেনস্কির দেশে মানবতার সংকটে এগিয়ে এসেছে রেকর্ডিং অ্যাকাডেমিও ৷ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের শুরুতেই এদিন গ্র্যামি কর্তৃপক্ষের তরফে 'স্ট্যান্ড আপ ফর ইউক্রেন' নামে একটি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করা হয় ৷ সহকারী সংস্থা গ্লোবাল সিটিজেনের উদ্যোগে গ্র্যামির এই ক্যাম্পেইনের সংগৃহীত অর্থের সবটাই যাবে ইউক্রেনের সাহায্য খাতে ৷

আরও পড়ুন : তাহলে কি যুদ্ধের ইতি ? কিভ থেকে বড় সংখ্যায় সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত রাশিয়ার

মিউজিসিয়ানদের প্রতি জেলেনস্কির বার্তা, "ইউক্রেনের হাহাকার আপনাদেরই পূরণ করতে হবে মিউজিক দিয়ে ৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে, টেলিভিশনে যেখানে হোক আপনারা আমাদের পাশে থাকুন ৷ মানুষকে যুদ্ধ সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান করুন ৷ তাহলেই হয়তো শান্তি ফিরবে আমার দেশের বিভিন্ন শহরে ৷" জেলেনস্কির বার্তার পর জন লেজেন্ড তাঁর সুরের মূর্ছনায় ইউক্রেনের মিউজিসিয়ানদের পাশে দাঁড়ানোর বার্তা দেন এদিন ৷

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.