ETV Bharat / international

Ukraine-Russia War : কিভের কাছে উদ্ধার হয়েছে 410 জন সাধারণ নাগরিকের দেহ

author img

By

Published : Apr 4, 2022, 12:58 PM IST

410 Bodies of Civilian Found Near in Kyiv
410 Bodies of Civilian Found Near in Kyiv

রুশ সেনা সরতেই কিভ থেকে 410 জন সাধারণ নাগরিকের দেহ উদ্ধার হয়েছে (410 Bodies of Civilian Found Near in Kyiv) ৷ এমনটাই জানিয়েছেন, ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরেনা ভেনেডিক্টোভা ৷ এমনকি কিভের বিভিন্ন এলাকা থেকে মেয়রদের অপরহণ করে খুনের অভিযোগও উঠেছে ৷

কিভ, 4 এপ্রিল : কিভ থেকে 410 জন ইউক্রেনিয়ানের দেহ সরানো হয়েছে বলে জানিয়েছেন সে দেশের প্রসিকিউটর জেনারেল ইরেনা ভেনেডিক্টোভা (410 Bodies of Civilian Found Near in Kyiv) ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাশিয়ান সেনার থেকে 410 জন ইউক্রেনিয়ানের দেহ উদ্ধার করা হয়েছে ৷ যাঁদের মধ্যে 140 জনের দেহ পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরেনা ভেরেশচুক জানিয়েছেন, কিভের মতোজেনের একটি গ্রামের মেয়রকে খুন করেছে রুশ সেনা ৷ তাঁকে অপহরণ করা হয়েছিল বলে জানান তিনি ৷ ইউক্রেনজুড়ে বহু কমিউনিটি প্রধান এবং 11 জন মেয়রকে রুশ সেনা অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন উপ-প্রধানমন্ত্রী ৷ রবিবারই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেছিলেন, রুশ সেনার দখলে থাকা শহরগুলিতে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে ৷

আরও পড়ুন : Zelenskyy tells Grammys : সুরের মূর্ছনাতেই পূরণ করতে হবে ইউক্রেনের হাহাকার, গ্র্যামির মঞ্চে বার্তা জেলেনস্কির

জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছেন, ইউক্রেনের অন্যান্য শহরগুলি থেকে রুশ সেনাকে তাড়ালে আরও ভয়াবহ ছবি উঠে আসতে পারে ৷ গতকালই ইউক্রেনের একাধিক শহরে রাস্তায় হাত বাঁধা অবস্থায় সাধারণ নাগরিকদের দেহ উদ্ধার করেছে ইউক্রেন প্রশাসন ৷ অভিযোগ উঠেছে, রুশসেনা তাঁদের বন্দি করে নির্বিচারে হত্যা করেছে ৷ সেই ছবি ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক নেতারা রাশিয়ার নিন্দায় সরব হয়েছেন ৷ যদিও, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেই সব অভিযোগ অস্বীকার করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.