পশ্চিমবঙ্গ

west bengal

US on India Canada Row: 'হরদীপ সিং নিজ্জারের হত্যায় জড়িত ভারত', ট্রুডোর অভিযোগে উদ্বিগ্ন আমেরিকা

By ANI

Published : Sep 23, 2023, 7:33 AM IST

Updated : Sep 23, 2023, 7:43 AM IST

ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো । তাঁর দাবি, খালিস্তানি নেতাকে হত্যায় জড়িত ভারত। এই অভিযোগ প্রসঙ্গে নিজেদের উদ্বেগের কথা জানাল আমেরিকা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিউইয়র্ক, 23 সেপ্টেম্বর: বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের মৃত্যুতে ভারতের হাত রয়েছে বলে দাবি কানাডার! এই অভিযোগ নিয়ে উদ্বিগ্ন আমেরিকা ৷ মার্কিন প্রশাসনের তরফে সে কথা সংবাদ মাধ্যমকে জানানো হল। এর ফলে ভারত-কানাডার সাম্প্রতিক দ্বন্দ্ব যে নতুন মাত্রা নিল তা বলার অপেক্ষা রাখে না। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্থানীয় সময় শুক্রবার দাবি করেছেন, খালিস্তানপন্থী সংগঠনের নেতা হরদীপের মৃত্যুতে ভারতীয় এজেন্ট যুক্ত ৷ তাঁর আরও দাবি, এই বিষয়টি কয়েক সপ্তাহ আগেই দিল্লিকে জানিয়েছিলেন তাঁরা ৷ রাষ্ট্রসংঘের সভায় বক্তৃতা দেওয়ার সময় ট্রুডো এই বিস্ফোরক দাবি করেন ৷

এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সে দেশে থাকা ভারতের এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেন ৷ তখন এই অভিযোগের প্রসঙ্গটি প্রকাশ্যে আসে ৷ এই খুনের তদন্তে ভারতকে সহযোগিতা করার আবেদনও জানায় কানাডা ৷ ভারতে থাকা কানাডার শীর্ষ কূটনীতিককেও বহিষ্কার করে পালটা জবাব দেয় দিল্লি ৷ এর পাশাপাশি কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়াও বন্ধ রেখে কূটনৈতিক চাপ বাড়াতে মরিয়া মোদি সরকার।

এই আন্তর্জাতিক টানাপোড়েনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন, জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তাতে বাইডেন প্রশাসন উদ্বিগ্ন ৷ তাই মার্কিন যুক্তরাষ্ট্র চায়, খালিস্তানি শিখ নেতার মৃত্যুর তদন্তে ওটাওয়ার সঙ্গে সহযোগিতা করুক দিল্লি ৷ আমেরিকার মতে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ৷ শুক্রবার সাংবাদিকদের ব্লিনকেন আরও জানান, আমেরিকা এ বিষয়ে সরাসরি ভারত সরকারের সঙ্গে কথা বলছে ৷ এই তদন্ত ঠিকঠাক শেষ হোক সেটাই চায় মার্কিন প্রশাসন ৷

চলতি সপ্তাহের শুরুর দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যার বিষয় নিয়ে সরব হন ৷ তাঁর অভিযোগ, কানাডার এই খুনে ভারতের এজেন্ট যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে ৷ তবে সেদিনই ভারত এই অভিযোগকে ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেয় ৷ কানাডার বিরুদ্ধে খালিস্তানি জঙ্গি সংগঠনের কাজে মদত দেওয়ার অভিযোগও ওঠে ৷ প্রসঙ্গত,গত 18 জুন ব্রিটিশ কলম্বিয়ায় একটি শিখ গুরুদ্বারের বাইরে দু'জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী এসে হরদীপকে গুলি করে হত্যা করে ৷ এদিকে এই খালিস্তানপন্থী নেতা ভারতের মোস্ট ওয়ান্টেডদের তালিকায় ছিল ৷ ভারতে তার মাথার দাম 10 লক্ষ টাকা ঘোষণা করেছিল এনআইএ। তার হত্যাকে ভারত-কানাডা তরজা শুরু হয়েছে। এবার সরব হল আমেরিকাও।

আরও পড়ুন: হরদীপ-হত্যায় ঘুরপথে ফের ভারতকে নিশানা করেও একসঙ্গে পথচলার বার্তা ট্রুডোর

Last Updated :Sep 23, 2023, 7:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details