ETV Bharat / international

Canadian PM Justin Trudeau: হরদীপ-হত্যায় ঘুরপথে ফের ভারতকে নিশানা করেও একসঙ্গে পথচলার বার্তা ট্রুডোর

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 7:55 AM IST

হরদীপ সিং নিজ্জারের হত্যার ঘটনায় আবারও ভারতকে নিশানা করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে একইসঙ্গে জানালেন আগামিদিনেও ভারতকে সঙ্গে নিয়েই চলতে চায় কানাডা।

Etv Bharat
Etv Bharat

নিউইর্য়ক,22 সেপ্টেম্বর: হরদীপ সিং নিজ্জারের হত্যার ঘটনায় আবারও ভারতকে নিশানা করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পাশাপাশি, স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতের মতো 'গুরুত্বপূর্ণ' হয়ে ওঠা দেশকে সঙ্গে নিয়েই তৈরি হওয়া সমস্যা সমাধানের বার্তাও দিলেন তিনি। জুন মাসে খালিস্তানি নেতা হারদীপকে কানাডায় তাঁর বাড়ির কাছে হত্যা করা হয়। সেই ঘটনায় ভারতের ভূমিকা আছে বলে মনে করে ট্রুডোর প্রশাসন।

শুধু মনে করাই নয়, সে দেশে কর্মরত এক শীর্ষ ভারতীয় কূটনীতিককে খুনে যুক্ত থাকার অভিযোগে বহিস্কার করা হয়। পালটা ভারতও কানাডার এক কূটনীতিককে বহিস্কার করে দেয়। কূটনৈতিক চাপ আরও বাড়ে কানাডার একটি সিদ্ধান্তকে ঘিরে। ট্রুডোর সরকার ভারতে আসা কানাডার নাগরিকদের জন্য কয়েকটি পরামর্শ দেয়। বলা হয়, ভারতে সুরক্ষিত থাকতে এই সমস্ত নিয়ম মেনে চলতে হবে। এরপর কানাডার নাগরিকদের ভিসা দেওয়াই বন্ধ করে দেয় ভারত। এমনই আবহে ঘুরপথে আবারও ভারতকেই হরদীপের হত্যার জন্য দায়ী করলেন ট্রুডো। সবমিলিয়ে পরিস্থিতি যা তাতে দু'দেশের মধ্যে তৈরি হওয়া চাপানউতোর যে এখনই শেষ হয়ে যাবে এমন ভাবার বিশেষ সুযোগ নেই বলেই মত কূটনৈতিক মহলের।

আরও পড়ুন: কানাডা এখন জঙ্গিদের নিরাপদ আশ্রয়, অভিযোগ বিদেশমন্ত্রকের

ট্রুডো বলেন, "আমার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বিষয়ে কথা হয়েছিল। সেই ঘরোয়া আলাপচারিতায় আমি তাঁকে আমার উদ্বেগের বিষয়টি সবিস্তারে জানাই।" ট্রুডো আরও বলেন, "আমরা চাই ভারত বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করুক। ঘটনায় (হারদীপের হত্যা) স্বচ্ছতা বজায় রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক। আমাদের দেশ ন্যায়বিচারের পক্ষে। কানাডার প্রতিটি নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা সেই কাজ করেই চলব।"

খালিস্তানি নেতার হত্যার সঙ্গে ভারতের যোগাযোগ আছে। এমন অভিযোগের কি আদৌ কোনও ভিত্তি আছে? এই সংক্রান্ত প্রশ্নের জবাবে ট্রডোর দাবি, যে অভিযোগ উঠেছে তার মধ্যে অবশ্যই সারবত্তা আছে। তবে ভারতের মতো গুরুত্বপূর্ণ হয়ে ওঠা দেশকে সঙ্গে নিয়েই যে তিনি চলতে চান তাও স্পষ্ট করে দিয়েছেন ট্রুডো। তাঁর কথায়, "নানা কারণে ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামিদিনে আমাদের ভারতকে সঙ্গে নিয়েই পথ চলতে হবে। এমতাবস্থায় অকারণে কোনও সসম্যা বাড়িয়ে দেওয়া আমাদের লক্ষ্যও নয়। তবে কানাডার নাগরিকদের রক্ষা করাও আমাদের দায়িত্ব। সেখান থেকে আমরা সরে আসতে পারি না।"

আরও পড়ুন: কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত ভারতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.