পশ্চিমবঙ্গ

west bengal

29তম চলচ্চিত্র উৎসবে পুরষ্কৃত অঞ্জনের 'চালচিত্র এখন', সম্মানিত হলেন আর কারা?

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 1:34 PM IST

Winners in KIFF 2023: শেষ '29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'। পুরস্কার জিতলেন অঞ্জন দত্ত, সনেট অ্যান্থনি ব্যারেটো, কামিল সইফের মতো পরিচালকরা ৷ দেখে নিন সম্পূর্ণ পুরস্কার তালিকা ৷

List of Awards Given in KIFF 2023
29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

কলকাতা, 13 ডিসেম্বর: শেষ হল '29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সন্ধ্যায় সঞ্চালনার দায়িত্ব পালন করলেন পরমব্রত চট্টোপাধ্যায়। উৎসবের শেষ সন্ধ্যায় মঞ্চে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ ববি হাকিম, ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য ও অরূপ বিশ্বাস। ছিলেন মমতা শঙ্কর, ফেস্টিভ্যালের চেয়ারম্যান রাজ চক্রবর্তী, চপল ভাদুড়ি, গৌতম ঘোষ, ধৃতিমান চট্টোপাধ্যায়, সুধীর মিশ্র এবং অদিতি রাও হায়দারিও । উৎসবের শেষ দিনে পুরস্কৃত হলেন কারা?

পুরস্কারের সম্পূর্ণ তালিকা:

  • গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ফর বেস্ট ইন্ডিয়ান ডকুমেন্টারি ফিল্ম- এর জন্য পুরস্কার পায় রমেন বোরা ও শিবানু বোরা পরিচালিত 'চ্যালেঞ্জ'।
  • গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ফর বেস্ট ইন্ডিয়ান শর্ট ফিল্ম বিভাগে পুরস্কার পায় কামিল সইফের 'লাস্ট রিহার্সাল'।
  • এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড) ফর বেস্ট ফিল্ম বিভাগে পুরষ্কৃত হয় মায়ানমার ভাষার ছবি 'ব্রোকেন ড্রিমস'।
  • স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ফর বেস্ট বেঙ্গলি প্যানোরমা ফিল্ম ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে অমর্ত্য সিনহার 'অসম্পূর্ণ'।
  • গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ফর বেস্ট বেঙ্গলি প্যানোরমা ফিল্ম হিসেবে বিবেচিত হয়েছে রাজদীপ ঘোষ এবং শর্মিষ্ঠা মাইতির 'মন পতঙ্গ'।
  • স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ফর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্মস ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে 'জোসেফ'স সন'।
  • হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর বেস্ট ডিরেক্টর ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্ম হিসেবে পুরষ্কৃত হল সনেট অ্যান্থনি ব্যারেটো পরিচালিত 'অবনি কি কিসমত' ৷
  • হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্মস বিভাগে পুরষ্কৃত হয়েছে 'গরাই ফাখ্রি'।
  • স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল কম্পিটিশন অন 'ইনোভেশন ইন মুভিং ইমেজস' বিভাগে পুরষ্কৃত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত 'চালচিত্র এখন'। এই পুরস্কার হাতে নিয়ে উৎসব কর্তৃপক্ষের পাশাপাশি মৃণাল সেনকেও ধন্যবাদ জানান তিনি।
  • 'গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট ডিরেক্টর ফর ইন্টারন্যাশনাল কম্পিটিশন অন ইনোভেশন ইন মুভিং ইমেজস' বিভাগে 'ওয়ান ওয়ে কান্ট্রি' ছবির জন্য পুরস্কৃত হন পরিচালক কার্লোস ড্যানিয়েল মালাভে।
  • 'গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম ফর ইন্টারন্যাশনাল কম্পিটিশন অন ইনোভেশন ইন মুভিং ইমেজস'-এর জন্য পুরষ্কৃত হয় ইজরায়েলের 'চিলড্রেন অফ নোবডি'।

আরও পড়ুন:

  1. প্রসেনজিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে তিলোত্তমা প্রেম চলচ্চিত্র উৎসবের মঞ্চে অকপট অদিতি রাও হায়দারি
  2. 'বাংলার লোকগানকে পুনরুজ্জীবিত করেছেন কালিকাদা,' দাবি শিল্পী মৈনাক পালাধির
  3. ফাইটারে স্কোয়াড্রন লিডার সারতাজের ভূমিকায় করণ সিং গ্রোভার, প্রকাশ্যে ছবির লুক

ABOUT THE AUTHOR

...view details