পশ্চিমবঙ্গ

west bengal

Laxmi Puja 2022: ধনদেবীর আরাধনায় 'লক্ষ্মীছাড়া' বাজার, দামের আগুনে হাত পুড়ছে আম-আদমির

By

Published : Oct 9, 2022, 12:05 PM IST

আজ কোজাগরী পূর্ণিমা (Laxmi Puja 2022) ৷ প্রতিবছর এদিন লক্ষ্মী আরাধনায় মেতে ওঠেন রাজ্যবাসী ৷ এই বছরও তার অন্যথা হয়নি ৷ তবুও নারায়ণ পত্নীকে ঘরে বেঁধে রাখতে পকেটের সঙ্গে না হয় একটু আপস করতে হলেও তাই সই !

Laxmi Puja 2022
ধনদেবীর আরাধনায় অগ্নিমূল্য বাজার

শিলিগুড়ি, 9 অক্টোবর : রাজ্যবাসী মেতে উঠেছেন লক্ষ্মী আরাধনায় (Laxmi Puja 2022) ৷ সন্ধ্যার নিস্তব্ধতা ভেদ করে ঘরে ঘরে বেজে উঠবে শঙ্খ ৷ চঞ্চলা, চপলা লক্ষ্মীকে সন্তুষ্ট করে ঘরের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি কামনাতেই পুজো লক্ষ্মী দেবীর ৷ এই লক্ষ্মী আরাধনা করতে গিয়ে দামের আগুনে হাত পুড়ছে সবার ৷ ইচ্ছা না থাকলেও বাজেট কমাতে হচ্ছে ৷ দশকর্মা থেকে সবজি, ফল থেকে প্রতিমা, সব কিছুরই দাম আকাশছোঁয়া ৷ তাই বাধ্য হয়ে গৃহিনীকে অগোচরে রেখে পকেট বাঁচাতে বাজটে কাট-ছাঁট গৃহস্থের ৷ মনে শান্তনা গৃহলক্ষ্মী ও ধনলক্ষ্মী দুই শান্ত ৷

দেশের অর্থনীতি নড়বড়ে হলেও ঘরের অর্থনীতি ঠিক রাখতে গৃহ কর্তার পকেট সামলে গৃ্হলক্ষ্মী ব্যস্ত ধনদেবীর আরাধনায় ৷ পুজো আয়োজনের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হলেও মা লক্ষ্মীর আরাধনায় পিছপা নয় কেউই । শিলিগুড়ির সুভাষপল্লী বাজার, ঘোগোমালি বাজার, বিধান মার্কেট বাজার, কলাহাটি মার্কেট , ফুলেশ্বরী বাজার সর্বত্রই মানুষ কেনাকাটায় ব্যস্ত । যদিও মৃৎ শিল্পীরা প্রতিমা, পট, কলাগাছ নিয়ে বাজারে হাজির ৷ পাশাপাশি ফল থেকে প্রতিমা যেখানেই হাত দিচ্ছেন সেখানেই হাত পুড়ছে।

লক্ষ্মদেবীর আরাধনায় মাতোয়ারা বঙ্গ, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: আজ লক্ষ্মীপুজো, বাজার যাওয়ার আগে জেনে নিন সবজি,মাছ ও মাংসের দাম

শিলিগুড়ির প্রায় সবকটি বাজারে 300 টাকার কমে প্রতিমা মিলছে না । ফুলকপি 100 থেকে বেড়ে হয়েছে 120-130 টাকা প্রতি পিস। কেজি প্রতি 100 টাকার কমে কোনও ফলই পাওয়া যাচ্ছে না। ঘটের ছেট ডাব 30 টাকা থেকে বেড়ে 50 থেকে 60 টাকা হয়েছে। পদ্ম ফুল 15 টাকা থেকে 20 থেকে 25 টাকা প্রতি পিস। গত বছরে থেকে এই বছর প্রতিমার দাম প্রায় দ্বিগুন বেড়েছে । মৃৎশিল্পীরা জানিয়েছেন, প্রতিমা তৈরির সামগ্রীর দাম বেড়েছে । বেড়েছে কারিগরের মজুরি । তাই প্রতিমার দামও বাড়াতে হয়েছে। অনেক ক্রেতা এসে প্রতিমার দাম শুনে একটু পিছিয়ে যাচ্ছেন। তবু কিনতে হচ্ছেই । কেউ একটু ছোট ঠাকুর কিনছেন । কেউ আবার বাজেট বাড়াচ্ছেন । পাশাপাশি বেড়েছে ফলের দাম।

সুভাষপল্লী থেকে বিধান মার্কেটে বাজার করতে আসা পপি রায় জানান "সবজি বাজার থেকে শুরু করে ফল বাজার মূর্তি সমস্ত কিছুরই দাম গতবারের তুলনায় অনেকটাই বেশি । কিন্তু পুজো তো করতেই হবে। তাই অগত্যা কিনতে হচ্ছে।"

ABOUT THE AUTHOR

...view details