পশ্চিমবঙ্গ

west bengal

Ajanta biswas :মমতার থেকে ব্যক্তিগত সাহায্য বাম নেতাদের, অজন্তা’র সমালোচকদের জবাব কুণালের

By

Published : Aug 1, 2021, 5:35 PM IST

অজন্তা বিশ্বাস’কে বামেদের তরফে করা কুৎসিত আক্রমণের সমালোচনায় সরব হলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷ টুইটে সিপিআইএম তথা বাম নেতাদের ব্যক্তিগত স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মরণাপন্ন হওয়ার বিষয়টি তুলে ধরে হুঁশিয়ারি তাঁর ৷

TMC Spoke Person Kunal Ghosh Stand with Ajanta Biswas
মমতার থেকে ব্যক্তিগত সাহায্য বাম নেতাদের, অজন্তা’র পাশে দাঁড়িয়ে সমালোচকদের জবাব কুণালের

কলকাতা, 1 অগস্ট : অনিল-কন্যা অজন্তা বিশ্বাস (Ajanta Biswas)-র তৃণমূলের মুখপত্র ‘জাগোবাংলা’-তে প্রকাশিত কলম নিয়ে রাজনৈতিক চাপানউতোর জারি রয়েছে ৷ এবার অজন্তার পাশে দাঁড়িয়ে বাম নেতাদের বিঁধলেন তৃণমূলের মুখপাত্র তথা সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)৷ টুইটারে শীর্ষ বাম নেতাদের একহাত নিয়েছে তিনি ৷ মনে করিয়ে দিলেন, একাধিকবার বাম নেতারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, তা বামেদের দলীয় স্বার্থে হোক বা ব্যক্তিগত স্বার্থে ৷ কিন্তু, তিনি সেগুলি নিয়ে লিখতে চান না ৷ কারণ, সেটা তাঁর ‘রুচিবিরুদ্ধ’ ৷

প্রসঙ্গত, বাংলার রাজনীতিতে নারীদের অবদান নিয়ে ইতিহাসের অধ্যাপিকা জাগোবাংলায় তিন কিস্তিতে কলাম লিখেছিলেন অজন্তা ৷ প্রাক স্বাধীনতা থেকে স্বাধীনতার পরে বাংলার রাজনীতির ইতিহাসে নারীদের অবদান ৷ কিন্তু, বিষয়টিকে ভালভাবে নেয়নি বাংলা বামনেতৃত্ব ৷ অনিল বিশ্বাসের (Anil Biswas) আত্মজা হয়ে তথা বাম অধ্যাপক সংগঠনের সদস্য হয়ে কীভাবে তিনি বাম বিরোধী রাজনৈতিক দলের মুখপত্রে কলাম লিখলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে সিপিএমের অন্দরে ৷ ইতিমধ্যে অজন্তাকে শো-কজ করার নির্দেশ দেওয়া হয়েছে আলিমুদ্দিন স্ট্রিটের তরফে ৷

আরও পড়ুন : Ajanta Biswas : মমতার উত্থানে উহ্য বামেদের পতন, বাম সত্ত্বায় কি সংযমী অনিল-কন্যা ?

আর তার উপর যোগ হয়েছে সোশ্যাল মিডিয়া ৷ প্রয়াত অনিল বিশ্বাসের সঙ্গে তুলনা টেনে গদ্দার, বিশ্বাসঘাতক সহ একাধিক বিশেষণ জুড়ে দেওয়া হচ্ছে ৷ একাধিক বাম নেতাও অজন্তার ওই কলাম লেখা নিয়ে তাঁকে বিঁধতে ছাড়েননি ৷ আর সেই নিয়েই এবার সরব হলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ সরাসরি না হলেও, তৃণমূল সরকারের থেকে যে বাম নেতারা কমবেশি সবাই ব্যক্তিগত সাহায্য নিয়েছেন, তা ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ ৷ এ দিন একটি টুইটারে তৃণমূল নেতা লেখেন, ‘‘যাঁরা প্রয়াত অনিল বিশ্বাসকে টেনে অজন্তাকে কুৎসিত আক্রমণ করছেন, তাঁরা মনে রাখুন, একাধিক সিপিএম ও বাম নেতা একাধিক কারণে তৃণমূল নেত্রীর সঙ্গে কথা বলেছেন ৷ তাঁদের একান্ত ব্যক্তিগত অনুরোধও নেত্রী রক্ষা করেছেন ৷ সেগুলো লেখা আমার রুচিবিরুদ্ধ ৷ কিন্তু, বাধ্য করবেন না ৷’’

আরও পড়ুন : Ajanta Biswas : অনিল-কন্যা অজন্তার লেখা জাগো বাংলায়, চরম বিড়ম্বনায় সিপিএম

অজন্তা বিশ্বাসের জাগোবাংলাতে কলাম লেখা নিয়ে যে সমালোচনা শুরু হয়েছে, তা ভাল চোখে দেখছে না তৃণমূল নেতৃত্ব ৷ তাই বাম নেতাদের চুপ করাতে, তাঁদের স্বার্থান্বেষী রূপ প্রকাশ্যে আনার হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ ৷ সেই সঙ্গে তাঁকে যাতে রুচির বাইরে বেরতে না হয়, সেই অনুরোধও করলেন কুণালবাবু ৷ আজ সকালে অজন্তা বিশ্বাসের পাশে দাঁড়িয়ে আরও একটি টুইট করেছিলেন তৃণমূল মুখপাত্র ৷ যেখানে অজন্তাকে শো-কজ করা নিয়ে সিপিআইএমকে একহাত নেন ৷ যেখানে জাগোবাংলাতে প্রথম কিস্তির লেখা জমা দেওয়ার পরই অজন্তা সিপিএম নেতৃত্বকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছিলেন বলে দাবি করেছেন কুণাল ঘোষ ৷ পাশাপাশি অজন্তা বিশ্বাসের লেখা কলামটি সম্পূর্ণ নিরপেক্ষ বলেই ওই টুইটে উল্লেখ করেছেন তৃণমূল নেতা ৷

ABOUT THE AUTHOR

...view details