পশ্চিমবঙ্গ

west bengal

Ganesh Puja : লক্ষ্মীলাভের আশায় সিদ্ধিদাতার দ্বারস্থ আমবাঙালি, চাহিদা পূরণে হিমশিম কুমোরটুলি

By

Published : Sep 9, 2021, 3:43 PM IST

Updated : Sep 9, 2021, 10:23 PM IST

গত কয়েক বছরে গণেশপুজো নিয়ে উৎসাহ বেড়েছে আমবাঙালির ৷ ফলে ব্যস্ততা বেড়েছে কুমোরটুলির ৷ ছোট থেকে বড়, সবরকম প্রতিমারই বরাত পেয়েছেন মৃৎশিল্পীরা ৷ বিকিকিনি বাড়ায় খুশি তাঁরা ৷

potters of Kumartuli in Kolkata making idols for Ganesh Puja
Ganesh Puja : লক্ষ্মীলাভের আশায় সিদ্ধিদাতার দ্বারস্থ আমবাঙালি, চাহিদা পূরণে হিমশিম কুমোরটুলি

কলকাতা, 9 সেপ্টেম্বর : সিদ্ধিদাতার আশীর্বাদে ভালই লক্ষ্মীলাভ হচ্ছে কুমোরটুলির ৷ করোনা আর লকডাউনের গুঁতোয় যখন কমছে দুর্গাপুজোর বাজেট, ঠিক তখনই উন্মাদনা বাড়ছে গণেশপুজো নিয়ে ৷ কুমোরটুলির হিসাবই বলে দিচ্ছে, গত কয়েক বছরে গণেশপুজোয় ঝোঁক বেড়েছে আমবাঙালির ৷ তাই বেড়েছে মূর্তির চাহিদাও ৷ আর সেই চাহিদার জোগান দিতেই হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পীরা ৷ কথায় কথায় তাঁরা জানালেন, আগে কেবলমাত্র হিন্দিভাষীরাই প্রতিমার বরাত দিতেন বা প্রতিমা কিনে নিয়ে যেতেন ৷ কিন্তু গত কয়েক বছর সংখ্যায় বাড়ছেন বাঙালি ক্রেতারা ৷ ঘরে ঘরে শুরু হয়েছে গণেশের আরাধনা ৷ একইসঙ্গে, পাড়ায়-পাড়ায়, অলিতে-গলিতেও বাড়ছে বারোয়ারি গণেশ পুজোর সংখ্যা ৷ ফলে ছোট আকারের মূর্তির পাশপাপাশি গণেশের বড় বড় প্রতিমা তৈরিরও বরাত পাচ্ছেন শিল্পীরা ৷

আরও পড়ুন :Chandrakona Kumartuli : শেষবেলায় কম বাজেটের বরাত, অল্প সময়ে প্রতিমা প্রস্তুত করাই চ্যালেঞ্জ চন্দ্রকোণার শিল্পীদের

কুমোরটুলি ঘুরে যে তথ্য হাতে এল, তা বলছে, গত বছর যে পরিমাণ গণেশ প্রতিমা তৈরি করেছিলেন মৃৎশিল্পীরা, এবার তৈরি করেছেন তার দ্বিগুণেরও বেশি ৷ লক্ষ্যণীয়ভাবে বেড়েছে বড় প্রতিমার চাহিদাও ৷ এবার 12 থেকে 14 ফুটের বেশ কয়েকটি গণেশ মূর্তি তৈরি করেছেন শিল্পীরা ৷ ছোট-বড় মিলিয়ে প্রায় দুই থেকে আড়াই হাজার গণেশের প্রতিমা তৈরি হয়েছে শুধুমাত্র উত্তর কলকাতার কুমোরটুলিতেই ৷ স্থানীয় এক মৃৎশিল্পী জানিয়েছেন, গত বছর 200 প্রতিমা তৈরি করেছিলেন তিনি ৷ এ বছর চাহিদা বেশি থাকায় তৈরি করেছেন 500টি গণেশ প্রতিমা ৷ বিকিকিনি বাড়ায় খুশি শিল্পীরা ৷ তাঁদের বক্তব্য, করোনা আবহে দুর্গাপুজোর আয়োজনে কাটছাঁট করতে হয়েছে উদ্যোক্তাদের ৷ ফলে আয় কমেছে কুমোরটুলিরও ৷ সেই ঘাটতি কিছুটা হলেও সামাল দিয়েছেন সিদ্ধিদাতা গজানন ৷

চাহিদা বেড়েছে গণেশের বড় প্রতিমার ৷

গণেশ চতুর্থীর একদিন আগে কলকাতার কুমোরটুলিতে ভিড় ছিল ভালোই ৷ করোনা আবহে মুখে মাস্ক বেঁধেই ঠাকুর কিনতে এসেছিলেন বহু মানুষ ৷ ক্রেতারা মনে করছেন, করোনাই পরোক্ষে গণেশ পুজোর ইচ্ছা বাড়িয়েছে আমবাঙালির মনে ৷ কিন্তু কেন এই মানসিকতা ? অনেকের মতে, বাঙালি হিন্দুরা যে কারণে লক্ষ্মীপুজো করেন, সেই একই কারণে গণেশপুজোও শুরু করেছেন তাঁরা ৷ করোনা আবহে কাজ হারিয়েছেন অসংখ্য মানুষ ৷ কমেছে রোজগার ৷ অনেকেরই বিশ্বাস, সিদ্ধিদাতার আরাধনা করলে ঘুচবে অভাব ৷ সদয় হবেন ধনদেবী ৷ এই বিশ্বাস থেকেই অনেকে বাড়িতে গণেশপুজো শুরু করেছেন ৷

লক্ষ্মীলাভের আশায় সিদ্ধিদাতার দ্বারস্থ আমবাঙালি

আরও পড়ুন :London Durga Puja : ফের মিলছে প্রবাসের বরাত, ছন্দে ফিরছে কুমোরটুলি

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর শহরে সর্বজনীন গণেশ পুজোর সংখ্যা ছিল হাজার দু’য়েক ৷ আর এ বছর এখনও পর্যন্ত অনলাইনে সাড়ে তিন হাজারেরও বেশি পুজোর আবেদন জমা পড়েছে ৷ এই তথ্য থেকেই স্পষ্ট, দেবীর দুর্গার রাজ্যে ক্রমশ ভক্ত বাড়ছে তাঁর সন্তানের !

Last Updated :Sep 9, 2021, 10:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details