পশ্চিমবঙ্গ

west bengal

নারদ মামলা কি সরবে ভিনরাজ্যে ? হাইকোর্টে ফের শুরু শুনানি

By

Published : Jun 9, 2021, 2:40 PM IST

নারদ মামলা (Narada Case) কি সরবে অন্য রাজ্যে ? সিবিআইয়ের এই আর্জি নিয়ে ফের কলকাতা হাইকোর্টে শুনানি শুরু হয়েছে ৷

narada case hearing at calcutta high court
নারদ মামলা কি সরবে অন্য রাজ্যে ? হাইকোর্টে ফের শুরু শুনানি

কলকাতা, 9 জুন : কলকাতা হাইকোর্টের 5 বিচারপতির বিশেষ বেঞ্চে শুরু হল নারদ মামলার (Narada Case) শুনানি । নারদ মামলা রাজ্য থেকে সরানোর জন্য সিবিআই যে আবেদন জানিয়েছিল তার উপর শুনানি চলছে ।

নারদ মামলায় মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর হয়ে হলফনামা দাখিল করতে চাইলেন বরিষ্ঠ আইনজীবী রাকেশ দ্বিবেদী । সঙ্গে সঙ্গে এর বিরোধিতা করেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা ।আইনজীবী রাকেশ দ্বিবেদী বক্তব্য ,"সিবিআই 2 জুন অতিরিক্ত হলফনামা দাখিল করেছে ,আমরা কেন পারব না?" ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির রাজেশ বিন্দোল তখন জানান, "আদালত হলফনামা দাখিল করার অনুমোদন দিচ্ছে না । সিবিআই-এর বক্তব্য ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে ৷ তাই আমরা এই হলফনামা গ্রহণ করছি না ।"

পাশাপাশি বিচারপতি আইপি মুখোপাধ্যায়ও বলেন ,"আগে জানলে সলিসিটর জেনারেল সেই ভাবে নিজের বক্তব্য উপস্থাপন করতে পারতেন ।" তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, "আইন অনুযায়ী হলফনামা জমা দেওয়ার জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয় ।"

আরও পড়ুন:নারদ কাণ্ডে নয়া মামলা রুজু কলকাতা হাইকোর্টে

সলিসিটর জেনারেল তুষার মেহেতার যুক্তি ছিল,"আমার বক্তব্য পেশ করার সময়ে আমি বলেছিলাম যে, প্রতিবাদী নেতাদের পার্টি করা হলেও কেউ হলফনামা পেশ করেননি ৷ এখন তাঁরা নিজেদের বক্তব্য হলফনামা আকারে জমা করছেন !"

রাকেশ দ্বিবেদী বলেছেন, "নতুনভাবে যাঁরা মামলায় পার্টি হয়েছেন তাঁদের হলফনামা জমা দেওয়ার সময় দিতে হবে । আমরা মাত্র সাত দিনের মধ্যে হলফনামা পেশ করেছি । প্রয়োজন হলে সিবিআইকে আরও সওয়াল করার জন্য অতিরিক্ত সময় দেওয়া হোক ।"

আরও পড়ুন:কলকাতা হাইকোর্টে নারদ মামলা ভিনরাজ্যে সরানো নিয়ে শুনানি

এই কথায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল বলেছেন," আমরা ইতিমধ্যেই মামলা এক সপ্তাহ ধরে শুনছি । আপনি কি চান আমরা আবার একই বিষয়ে শুনি ?" সলিসিটর জেনারেল তুষার মেহেতা জবাবে বলেন, "আদালত পরিচালনার একটা নিয়ম আছে, মর্যাদা আছে, যা হচ্ছে তা অভূতপূর্ব । আদালত অবিলম্বে পদক্ষেপ করে একটা দৃষ্টান্ত তৈরি করুক ।" এরপরই সিবিআই-এর কাছে সিসিটিভি ফুটেজ চায় আদালত ।

রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেছেন,"হ্যাঁ সত্যিই অভূতপূর্ব ! সিবিআই একটা চিঠি দিয়ে মামলা স্থানান্তরের আবেদন করেছে আদালতে ।"

ABOUT THE AUTHOR

...view details