পশ্চিমবঙ্গ

west bengal

Maynaguri molestation case: সিবিআই তদন্ত চান না ময়নাগুড়ির নির্যাতিতার বাবা, জানালেন হাইকোর্টে

By

Published : May 4, 2022, 1:35 PM IST

Updated : May 4, 2022, 4:14 PM IST

ময়নাগুড়ি ধর্ষণের চেষ্টার ঘটনায় সিবিআই তদন্ত চান না বলে কলকাতা হাইকোর্টে জানালেন মৃতার বাবা (Maynaguri molestation case)৷

Maynaguri molestation case: Victim's father tells HC that he don't want CBI investigation
সিবিআই তদন্ত চান না ময়নাগুড়ির নির্যাতিতার বাবা, জানালেন হাইকোর্টে

কলকাতা, 4 মে:ময়নাগুড়িতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ও পরবর্তীকালে হাসপাতালে তার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চান না মৃতার বাবা (Maynaguri molestation case)৷ হাইকোর্টে গিয়ে সে কথা জানিয়েছেন তিনি ৷ এই ঘটনায় সাক্ষী এবং পরিবারের সদস্যদের নিরাপত্তার পূর্ণ ব্যবস্থা করার জন্য ডিজি ও আইজিপি-কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট । যাতে নতুন করে এঁদের উপর কোনও হুমকি না আসে, সেটা সুনিশ্চিত করতে বলা হয়েছে ৷

কোনও ভাবে নিরাপত্তায় গাফিলতি হচ্ছে কি না, তা খতিয়ে দেখে আদালতকে জানানোর জন্য মামলাকারীকে নির্দেশ দিয়েছে আদালত । মামলাকারীর আইনজীবীর দাবি, মামলার তদন্তে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি প্রাক্তন বিচারপতি বা পুলিশ অফিসারের নাম প্রস্তাব করতে পারেন আদালতকে । আদালত পরে তা বিবেচনা করে দেখবে ।

মৃতার বাবা আজ আদালতে হাজির হয়ে জানান তিনি সিবিআই তদন্ত চাইছেন না । তাঁর তরফে আইনজীবী কিশোর দত্ত জানান, পরিবারের লোকই বলছেন তাঁরা সিবিআই তদন্ত চাইছেন না । এ ব্যাপারে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ মধ্যাহ্নভোজের বিরতির সময় কথা বলেন মৃত মেয়েটির বাবার সঙ্গে । সেখানে মৃতার বাবা বলেন, দোষী শাস্তি পাক সেটাই তিনি চান । সিবিআই কী সেটা তিনি জানেন না । পুলিশ তদন্ত করছে । দোষীদের গ্রেফতার করেছে ৷ তাহলে আর সিবিআই তদন্তের কী প্রয়োজন ? দোষীর শাস্তি হলেই হল । তিনি আরও জানান, অভিযুক্তের ভাই শাসক দলের সদস্য । মামলাকারী পল্লবী চট্টোপাধ্যায়ের তরফে আইনজীবী সুস্মিতা সাহা দত্তর অভিযোগ, "পুলিশের সিজার লিস্টে পরিবারের দুজনকে জোর করে সই করিয়ে নেওয়া হয়েছে ।"

এ দিন এজি বলেছেন, পুলিশ আক্রান্তের গোপন জবানবন্দি নিয়েছিল । সিজার লিস্টও হলফনামায় দেওয়া হয়েছে । ঘটনাস্থল থেকে দুটি গামছা উদ্ধার করা হয় । একটা ধারালো অস্ত্র । মামলাকারীর পেশ করা ভিডিও লিস্ট পারস্পরিক সংযোগহীন বলেও অভিযোগ করেন তিনি । এ ছাড়াও তিনি বলেন, মৃত্যু নিয়ে রাজনৈতিক খেলা চলছে ৷ বিজেপির তরফে বারবার মামলা করা হচ্ছে বলে ইঙ্গিত করেন এজি । পুলিশ বিশ্বাসযোগ্যতার সঙ্গে তদন্ত করছে বলে তিনি দাবি করেছেন (Victim's father tells HC that he don't want CBI investigation)৷

আরও পড়ুন:Maynaguri Minor Rape : কড়া পুলিশি নিরাপত্তায় ময়নাগুড়িতে সম্পন্ন নির্যাতিতার শেষকৃত্য

যদিও এর পালটা সওয়ালে সুস্মিতা সাহা ফের বলেন, সিজার লিস্টে এবং এফআইআর-এ তাঁদের পরিবারের কারও স্বাক্ষর নেই বলে পরিবারের লোকেরা বারবার বলেছেন । সত্যতা খতিয়ে দেখতে ফরেনসিক টেস্ট করা হোক । তিনি যে হলফনামা দিয়েছেন তাতে 22/23 ফেব্রুয়ারি পুলিশের দুটি সিজার লিস্ট দেওয়া হয় ।
একটাতে স্বাক্ষর নেওয়া হয় তদন্তের জন্য । আর একটাতে জোর করে দুজনের স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ সুস্মিতা সাহার ৷ তিনি একটি পেনড্রাইভও জমা করেছেন আদালতে ।

এই মামলার পরবর্তী শুনানি হবে 11 মে ৷

Last Updated :May 4, 2022, 4:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details