ETV Bharat / state

Maynaguri Minor Rape : কড়া পুলিশি নিরাপত্তায় ময়নাগুড়িতে সম্পন্ন নির্যাতিতার শেষকৃত্য

author img

By

Published : Apr 26, 2022, 9:10 AM IST

অভিযুক্তদের শাস্তি পাওয়ার আগেই মৃত্যু হল ময়নাগুড়ির নির্যাতিতার (Maynaguri Minor Rape) ৷ কড়া পুলিশি পাহারায় শেষকৃত্য সম্পন্ন হল তার ৷ রাজনৈতিক রং না দেখে সকলেই অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন ৷

Maynaguri Crime News
কড়া পুলিশি নিরাপত্তায় ময়নাগুড়িতে সম্পন্ন নির্যাতিতার শেষকৃত্য

ময়নাগুড়ি, 26 এপ্রিল : কড়া পুলিশি প্রহরায় ময়নাগুড়ির নির্যাতিতার দেহ এল বাড়িতে । বিরাট পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে সোমবার রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর মৃত নাবালিকার মৃতদেহ নিয়ে আসা হয় তার ময়নাগুড়ির বাড়িতে । ময়নাগুড়ি থানার পক্ষ থেকে সেখানে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ৷ যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয় র‍্যাফ । পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়েই সৎকার করা হয় (Last rites of raped minor girl performed in Maynaguri)।

এদিন মৃতার বাড়িতে পৌঁছায় শাসক-বিরোধী উভয় দলের নেতারা ৷ উপস্থিত হন তৃণমূল নেতা শিবশঙ্কর দত্ত, সিটু নেতা জিয়াউর আলম ও বিজেপি নেতা দধিরাম রায় ৷ রাজনৈতিক রং না দেখে সকলেই একযোগে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান ৷

ময়নাগুড়িতে সম্পন্ন নির্যাতিতার শেষকৃত্য

আরও পড়ুন : Molested girl from Maynaguri dies: থামল 11 দিনের লড়াই, মৃত ময়নাগুড়ির নির্যাতিতা নাবালিকা

প্রসঙ্গত, 14 এপ্রিল ময়নাগুড়িতে এক নাবালিকা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ৷ অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণ করার অভিযোগ করায় লাগাতার প্রাণে মেরে ফেলার হুমকি মিলত অভিযুক্তদের থেকে ৷ দিনের পর দিন হুমকির সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে নাবালিকা ৷ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে 11 দিনের মাথায় 25 এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করে নাবালিকা ৷

আরও পড়ুন : Attempt to rape in Jalpaiguri: "অভিযোগ কেন করেছিস", লাগাতার হুমকি সহ্য করতে না পেরে গায়ে আগুন দিল নির্যাতিতা ছাত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.