পশ্চিমবঙ্গ

west bengal

Bengal Agricultural Growth : কৃষিতে এগিয়ে বাংলা, বিধানসভায় জানালেন মন্ত্রী শোভনদেব

By

Published : Jun 22, 2022, 9:35 PM IST

বুধবার বিধানসভায় কান্দির বিধায়ক তৃণমূলের অপূর্ব সরকারের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী শোভনদেব চাট্টোপাধ্যায় জানান, দেশের প্রথম সারির রাজ্যগুলির চেয়ে কৃষিক্ষেত্রে এগিয়ে বাংলা (Mamata Govt Minister says Bengal is Ahead in Agricultural Growth) ৷

Mamata Govt Minister says Bengal is Ahead in Agricultural Growth
Bengal Agricultural Growth : কৃষিতে এগিয়ে বাংলা, বিধানসভায় জানালেন মন্ত্রী শোভনদেব

কলকাতা, 22 জুন : 2010-11 থেকে 2020-21 অর্থবর্ষে কৃষিক্ষেত্রে বাংলায় বৃদ্ধির (Growth in Agriculture Sector) হার দেশের প্রথম সারির রাজ্যগুলির চেয়ে ভাল ৷ কেন্দ্রের দেওয়া পরিসংখ্যানকে তুলে ধরে বুধবার বিধানসভায় একথা বললেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চাট্টোপাধ্যায় (Bengal Agriculture Minister Sovandeb Chatterjee) ৷

এদিন প্রশ্নোত্তর পর্বে কান্দির বিধায়ক তৃণমূলের (Trinamool Congress) অপূর্ব সরকারের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী কৃষিতে রাজ্যের অগ্রগতি নিয়ে বিস্তারিত সাফল্যের ফিরিস্তি দিয়েছেন । একই সঙ্গে তাঁর অভিযোগ, 2020-21 আর্থিক বছরে কেন্দ্রর পাঠানো সারের পরিমাণ বরাদ্দের চেয়ে ছিল অনেক কম ।

এদিন আলাদা আলাদা করে বিভিন্ন ফসলের ক্ষেত্রে বৃদ্ধির হার কত, তা তুলে ধরেন মন্ত্রী । এক্ষেত্রে তিনি জানিয়েছেন, ধানের ক্ষেত্রে বাংলার বৃদ্ধির হার পঞ্জাবের থেকে ভাল । পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় ধানের বৃদ্ধি হার যেখানে 1.884, সেখানে উত্তরপ্রদেশ ও পঞ্জাবের হার যথাক্রমে 1.694 এবং 1.849 । ভুট্টাতেও বাংলার বৃদ্ধির হার (23.68) মধ্যপ্রদেশ (15.93), কর্ণাটক (0.94) ও তেলঙ্গানা (0.03)-র চেয়ে অনেক বেশি ।

মন্ত্রীর কথায়, "আমরা ডাল শস্য উৎপাদনেও উল্লেখযোগ্য অগ্রগতি করেছি এবং রাজস্থান, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলির চেয়ে এগিয়ে চলেছি । আমাদের বৃদ্ধির হার 11.46 এবং রাজস্থান, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের বৃদ্ধির হার যথাক্রমে 4.43, 4.48 ও 3.73 ।’’

তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সামগ্রিক খাদ্যশস্যের বৃদ্ধির হারে উত্তর প্রদেশ এবং পঞ্জাবের চেয়েও বাংলা এগিয়ে রয়েছে । খাদ্যশস্য উৎপাদনে যেখানে রাজ্যের বৃদ্ধির হার 2.81, সেখানে উত্তরপ্রদেশের হার 1.82 এবং পঞ্জাবের হার 1.05 ।

এদিন সার বণ্টন নিয়েও কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছেন মন্ত্রী । তাঁর মতে, 2021-22 খরিফ মরসুমের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে সারের বরাদ্দ ছিল যথাক্রমে 15.8 লক্ষ মেট্রিক টন (রাসায়নিক) ও 11.29 লক্ষ মেট্রিক টন (জৈব) । কিন্তু রাজ্য 2021-22 অর্থবছরে এখনও পর্যন্ত 32.72 লাখ মেট্রিক টন রাসায়নিক সার এবং 161.65 লক্ষ মেট্রিক টন জৈব সার কৃষির জন্য ব্যবহার করেছে ।

আরও পড়ুন :Bengal Minister on Environment : পরিবেশের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন পরিবেশমন্ত্রী, চান নাগরিক সচেতনতা

ABOUT THE AUTHOR

...view details