ETV Bharat / city

Bengal Minister on Environment : পরিবেশের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন পরিবেশমন্ত্রী, চান নাগরিক সচেতনতা

author img

By

Published : Jun 21, 2022, 9:43 PM IST

mamata-government-minister-expresses-concern-about-environment-in-bengal-assembly
Bengal Minister on Environment : পরিবেশের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন পরিবেশমন্ত্রী, চান নাগরিক সচেতনতা

মঙ্গলবার বিধানসভায় শিলিগুড়ির বিধায়ক বিজেপির শঙ্কর ঘোষের (BJP MLA Sankar Ghosh) প্রশ্নের উত্তর দিকে পরিবেশের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পরিবেশমন্ত্রী রত্না দে নাগ (Bengal Minister Ratna De Nag) ৷ তিনি এই বিষয়ে নাগরিকদের সচেতন হতে আহ্বান জানিয়েছেন ৷

কলকাতা, 21 জুন : পরিবেশ দিবস (World Environment Day) গিয়েছে দু’দিন আগেই । মঙ্গলবার ছিল বিশ্ব যোগ দিবস (International Yoga Day) । এই যোগ দিবসে রাজ্যবাসী যখন নিজেদের স্বাস্থ্য নিয়ে চর্চা করছে, ঠিক তখন বিধানসভায় দাঁড়িয়ে পরিবেশের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের পরিবেশমন্ত্রী রত্না দে নাগ (Bengal Minister Ratna De Nag) । বিশেষ করে যেভাবে উষ্ণায়ন হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি (Mamata Government Minister Expresses Concern About Environment in Bengal Assembly) । যদিও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) যোগ দিবসকে আলাদা করে গুরুত্ব দেয় না । তবে মন্ত্রী মনে করছেন, ব্যক্তিগত স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশের স্বাস্থ্য নিয়ে সচেতনতাও জরুরি ।

বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (BJP MLA Sankar Ghosh) অভিযোগ তোলেন, তাঁদের জেলায় যেমন খুশি তেমন করে নয়ানজুলি বোজানো হচ্ছে । এ বিষয়ে কী পদক্ষেপ করছে রাজ্য সরকার ? যদিও এ বিষয়ে মন্ত্রী জানান, নয়ানজুলি নিয়ে কিছু বলতে পারে সেচ দফতর ৷ এই বিষয়টি সেচ দফতরের আওতাভুক্ত । তবে পরিবেশ দফতর জলাশয় বোজানোর বিরুদ্ধে । কারণ, জলাশয় বুজিয়ে ফেলার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে ।

মন্ত্রী আরও জানান, এই বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট । তবে কড়া শাস্তির পরিবর্তে মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা চাইছেন পরিবেশমন্ত্রী । তিনি মনে করছেন, পরিবেশ সম্পর্কে সচেতন হলে আলাদা করে আর শাস্তির প্রয়োজন পড়বে না ।

তবে এদিন মন্ত্রী জানিয়েছেন, সাধারণ মানুষের অসচেতনতার জন্য যেভাবে সবুজ নিধনযজ্ঞ চলছে, তাতে নিজেদের বিপদ ডেকে আনা হচ্ছে । আর সেই কারণেই তাঁর দফতর জোর দিয়েছে সবুজায়নের ওপর । একমাত্র সবুজায়নের মাধ্যমেই বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই করা সম্ভব । এক্ষেত্রে নাগরিক সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তিনি । একদিকে পরিবেশ দফতরের তরফ থেকে বনদফতরের সঙ্গে যৌথভাবে গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে, অন্যদিকে চলছে প্রচার ।

আরও পড়ুন : KMC to Protect Environment : বেহালায় পুকুর সংস্কার, পরিবেশ রক্ষায় একাধিক পদক্ষেপ পৌরনিগমের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.