পশ্চিমবঙ্গ

west bengal

Madan Mitra In Web Film : 'কালারফুল' মদনের ওয়েবে পা, সেরে ফেললেন ডাবিং

By

Published : Jan 7, 2022, 5:33 PM IST

Updated : Jan 7, 2022, 5:42 PM IST

চলচ্চিত্রে অভিষেক হচ্ছে বাংলার চর্চিত রাজনীতিবিদের (Madan Mitra set to debut in bengali film) ৷ ছবিতে মদন মিত্রকে গান গাইতেও শোনা যাবে বলে জানিয়েছেন পরিচালক জ্যামি বন্দ্যোপাধ্যায় ৷

Madan Mitra In Web Film
'কালারফুল' মদনের ওয়েবে পা, সেরে ফেললেন ডাবিং

কলকাতা, 7 জানুয়ারি : 'কালারফুল' মদন মিত্রকে যারা চলচ্চিত্রের পর্দায় দেখতে উদগ্রীব ছিলেন, তাদের ইচ্ছে এবার পূরণ হওয়ার পথে ৷ বাংলা ছবিতে অভিষেক হচ্ছে বাংলার চর্চিত এই রাজনীতিবিদের (Madan Mitra set to debut in a film) ৷ পরিচালক-অভিনেতা জ্যামি বন্দ্যোপাধ্যায়ের আসন্ন ওয়েব ফিল্মে গুরুত্বপূর্ণ ভূমিকায় ধরা দিচ্ছেন কামারহাটির বিধায়ক। সম্প্রতি সেরে ফেললেন ডাবিংও।

অস্বীকার করার জায়গা নেই যে, সম্প্রতি বিভিন্ন সময় বাংলার রাজনীতিতে রং ছড়িয়েছেন মদন মিত্র ৷ জনপ্রিয় পরিচালক রাজা চন্দ নাকি তাঁকে নিয়ে ছবি বানাচ্ছেন, চলছিন জল্পনা ৷ এরই মধ্যে অভিনেতা-পরিচালক জ্যামি বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন তাঁর নতুন ওয়েব ফিল্মের ৷ 'হচপচ' নামে সেই ছবি দিয়েই সিনেদুনিয়ায় অভিষেক হচ্ছে মদন মিত্রের। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি ৷ সম্প্রতি ডাবিংও সেরে ফেলেছেন (Madan Mitra completes his dubbing for his debut web film)। ছবিতে কালারফুল রাজনৈতিক ব্যক্তিত্বকে গান গাইতেও শোনা যাবে বলে জানিয়েছেন পরিচালক।

পরিচালকের কথায়, "গল্পে দু'জন গায়কের জীবন তুলে ধরা হবে। জীবনে তারা অনেক কিছু করতে চান। কিন্তু ভুল জায়গায় টাকা লগ্নি করে ফেলেন। জীবনে দু'টি গানই জনপ্রিয় হয় তাঁদের। বাকি সব ফ্লপ। এভাবেই এগোচ্ছিল জীবন। এমন সময় ক্লাইম্যাক্সে আগমন ঘটে মদন মিত্রের। তারপর কী হবে, সেটা জানতে হলে দেখতে হবে ছবিটা। ছবিতে ওহ লাভলি শীর্ষক গানটি গাইবেন মদন মিত্র। ছবিটি 90 মিনিটের।"

আরও পড়ুন : Madan mitra joins didi number 1 with his wife: দিদির আসর জমাবেন সস্ত্রীক মদন, সঙ্গী বাবুল-রাঘব

মদন মিত্র ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কার্তিকে ত্রিপাঠি, জ্যামি বন্দ্যোপাধ্যায়, কৌস্তভ ঘোষ, সৌমিত্র চক্রবর্তী প্রমুখ। খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'হচপচ'।

Last Updated : Jan 7, 2022, 5:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details