পশ্চিমবঙ্গ

west bengal

Rescue Water Drone: ডুবন্ত মানুষকে বাঁচাতে কলকাতা পুলিশ কিনছে রেস্কিউ ওয়াটার ড্রোন

By

Published : Jun 21, 2022, 3:12 PM IST

Kolkata police to use rescue water drone to save drowning people
ডুবন্ত মানুষকে বাঁচাতে কলকাতা পুলিশ কিনছে রেস্কিউ ওয়াটার ড্রোন

ডুবন্ত মানুষকে এ বার বিদেশি কায়দায় উদ্ধার করবে কলকাতা পুলিশ ৷ তারা ব্যবহার করবে রেস্কিউ ওয়াটার ড্রোন (Rescue Water Drone)। খুব শিগগিরই এই ড্রোন কিনবে লালবাজার (Kolkata police)৷

কলকাতা, 21 জুন: এ বার ডুবন্ত মানুষকে উদ্ধার করতে একেবারে বিদেশি কায়দায় প্রযুক্তির ব্যবহার করবে কলকাতা পুলিশ । এ ক্ষেত্রে মূলত ব্যবহার করা হবে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে । এই প্রযুক্তির নাম রেস্কিউ ওয়াটার ড্রোন (Rescue Water Drone)। অর্থাৎ কোনও মানুষ নদীতে স্নান করতে নেমে ডুবে গেলে সেই দৃশ্য দেখে সংশ্লিষ্ট ব্যক্তিকে এ বার জল থেকে উদ্ধার করবে রেস্কিউ ওয়াটার ড্রোন (Kolkata police)৷ সেই ড্রোন কিনতে চলেছে লালবাজার ।

কিন্তু কীভাবে কাজ করবে এই রেস্কিউ ওয়াটার ড্রোন মেশিন ? কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সূত্রে খবর, কোনও ব্যক্তি নদীতে তলিয়ে যাচ্ছেন, দূর থেকে সেই দৃশ্য দেখতে পেলেই ওই ব্যক্তিকে বাঁচাতে এই যন্ত্রটি নদীর জলে ছেড়ে দেওয়া হবে । কিছুক্ষণের মধ্যে বিশেষ প্রযুক্তির মাধ্যমে সেই ড্রোন পৌঁছে যাবে ডুবন্ত ব্যক্তির কাছে । সংশ্লিষ্ট ড্রোনে থাকবে একাধিক ওয়াটারপ্রুফ ক্যামেরা । এরপর বাহিনীর তরফে রিমোট কন্ট্রোলের সাহায্যে ওই ব্যক্তিকে জল থেকে উদ্ধার করতে পারবে পুলিশ ।

আরও পড়ুন:Lalbazar Asks for Mental Health Report: কলকাতা পুলিশের সব থানার কর্মীদের মানসিক স্বাস্থ্যের রিপোর্ট চাইল লালবাজার

নিত্যদিন গঙ্গায় উদ্ধার হয় একাধিক ভাসমান দেহ । পাশাপাশি এমন খবরও সামনে আসে যে, গঙ্গার জলে স্নান করতে নেমে প্রাণ হারিয়েছেন একাধিক ব্যক্তি । বা ট্রলার উল্টে একাধিক ব্যক্তি নিখোঁজ হয়েছেন । লালবাজার সূত্রে খবর, এই প্রকারের বড়সড় বিপর্যয়ের ক্ষেত্রে খুব ভালো ভাবে এই কাজ করতে পারবে রেস্কিউ ওয়াটার ড্রোন । খুব শিগগিরই এই বিশেষ ড্রোন একটি বিদেশি কোম্পানির থেকে কিনতে চাইছে কলকাতা পুলিশ । লালবাজার সূত্রে খবর, একাধিক ব্যক্তিকে একসঙ্গে জলের ভেতর থেকে টেনে তুলতে সক্ষম হবে ওয়াটার রেস্কিউ ড্রোন (Kolkata police to use rescue water drone to save drowning people)।

ABOUT THE AUTHOR

...view details