ETV Bharat / city

Lalbazar Asks for Mental Health Report: কলকাতা পুলিশের সব থানার কর্মীদের মানসিক স্বাস্থ্যের রিপোর্ট চাইল লালবাজার

author img

By

Published : Jun 15, 2022, 6:58 PM IST

Lalbazar Asks for Mental Health Reports of All Police Personnel
Lalbazar Asks for Mental Health Reports of All Police Personnel

কলকাতা পুলিশের প্রতিটি থানার কর্মীদের মানসিক স্বাস্থ্য রিপোর্ট চাইল লালবাজার (Lalbazar Asks for Mental Health Reports of All Police Personnel) ৷ এক সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ৷ মূলত, পার্ক সার্কাসে কলকাতা পুলিশের সশস্ত্রবাহিনীর কনস্টেবল সি লেপচা এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা থেকে শিক্ষা নিয়েই এই উদ্যোগ বলে লালবাজার সূত্রে খবর ৷

কলকাতা, 15 জুন: কলকাতা পুলিশের প্রতিটি থানার ইনচার্জদের কাছে সেখানকার কর্মীদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট চাইল লালবাজার (Lalbazar Asks for Mental Health Reports of All Police Personnel) ৷ যেখানে লালবাজারের গোয়েন্দা বিভাগের কাছেও, তাঁদের কর্মীদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট চাওয়া হল ৷ আগামী এক সপ্তাহের মধ্যে এই রিপোর্ট কলকাতা পুলিশের সদর দফতরে জমা দিতে বলা হয়েছে ৷

সম্প্রতি পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে কলকাতা পুলিশের সশস্ত্রবাহিনীর কনস্টেবল সি লেপচা এলোপাথাড়ি গুলি চালান ৷ সেই ঘটনায় এক যুবতীর মৃত্যু হয় ৷ দু’জন আহতও হন ৷ আর অভিযুক্ত কনস্টেবল সার্ভিস এসএলআর থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন ৷ সেই ঘটনার থেকে শিক্ষা নিয়েই লালবাজারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷

নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এক উচ্চপদস্থ আধিকারিক জানান, ‘‘সি লেপচার মানসিক অবসাদের কথা আগে জানা থাকলে, সেই মতো কাউন্সেলিংয়ের বন্দোবস্ত করা হত ৷ তাহলে এক বাইক সওয়ারি এবং ওই পুলিশকর্মীর প্রাণ যেত না ৷’’ আর সেই কারণেই লালবাজারের তরফে কলকাতা পুলিশের প্রতিটি থানার ইনচার্জদের তাঁর ইউনিটের প্রত্যেক কর্মীর মানসিক স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ৷

আরও পড়ুন : Lalbazar Research and Development Cell: পুলিশ কর্মীদের সমস্যা শুনতে লালবাজারে খুলল গবেষণা ও উন্নয়ন শাখা

প্রসঙ্গত, লালবাজারে একটি নতুন বিভাগ চালু করা হয়েছে ৷ যার নাম রাখা হয়েছে গবেষণা ও উন্নয়ন শাখা ৷ যার কাজ হবে নিচুতলার পুলিশ কর্মীদের মানসিক ভাবে সুস্থ রাখা এবং তাঁদের মনোবল টিকিয়ে রাখা ৷ সেই সঙ্গে পুলিশের নানা কাজের মধ্যে ঘাটতিপূরণের কাজও করবে এই গবেষণা ও উন্নয়ন শাখা ৷ যেখানে কলকাতা পুলিশের নিচুতলার কর্মীদের সমস্যার কথা শোনা হবে ৷ কাজের ক্ষেত্রে কী কী সমস্যা হচ্ছে ? পাশাপাশি শহরের অপরাধ দমন ও তদন্ত প্রক্রিয়া কীভাবে হচ্ছে ? সেদিকেও নজর রাখবে কলকাতা পুলিশের নতুন এই শাখা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.