পশ্চিমবঙ্গ

west bengal

KMC to Swasthya Bhawan: আরও আশা কর্মী চাই ! স্বাস্থ্যভবনকে চিঠি দিল কলকাতা পৌরনিগম

By

Published : Aug 3, 2022, 10:21 PM IST

বিপুল জনসংখ্যার মহানগরে পৌরনিগমের সকল নাগরিককে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য পরিষেবা দিতে দরকার আশা কর্মী ৷ তাই আরও আশা কর্মী চেয়ে স্বাস্থ্যভবনকে চিঠি দিল কলকাতা পৌরনিগম(Kolkata Municipal Corporation) ।

Asha worker
Asha worker

কলকাতা, 3 অগস্ট: ঘনবসতিপূর্ণ কলকাতা শহর । জনসংখ্যা কম বেশি 50 লাখের কাছাকাছি । পোলিয়ো খাওয়ানো থেকে টিকাকরণ বা পৌর স্বাস্থ্য বিভাগের নানা সমীক্ষা সংগ্রহ থেকে পরিষেবা পৌঁছতে কমপক্ষে প্রয়োজন 2500-3000 সাম্মানিক স্বাস্থ্য কর্মী বা আশা কর্মী(Asha workers)। দিনে দিনে পৌরনিগমের স্বাস্থ্য ব্যবস্থ্যার উন্নতি হয়েছে । সেই উন্নতর পরিষেবা সব ঘরে পৌঁছনোর লক্ষ্য নিয়েও বার বার থমকে যেতে হচ্ছে । তাই এবার এই কাজ সুষ্ঠুভাবে করতে আরও কর্মী চেয়ে স্বাস্থ্যভবনকে চিঠি দিল কলকাতা পৌরনিগম(Kolkata Municipal Corporation) ।

সম্প্রতি, কলকাতা পৌরনিগম শিশুদের টিকাকরণে বেশ খামতি লক্ষ্য করেছে । 28 শতাংশ শিশুর কাছে পৌঁছতে পারেনি । এই ব্যর্থতার কারণ অনুসন্ধান করতে গিয়ে কর্মীর অভাবের বিষয়টি উঠে এসেছে । মহানগরে আর্থিকভাবে অসচ্ছল প্রায় 20 লক্ষ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছতে এই আশা কর্মীরা কাজ করে থাকেন ।

আরও পড়ুন:শহরের সমস্ত বেআইনি মোবাইল টাওয়ার ভাঙবে কলকাতা পৌরনিগম

পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, শহরে আশাকর্মীদের 760টি পদ রয়েছে । যার মধ্যে 127টি পদ শূন্য । কমবেশি 650 জন কর্মী কাজ করেন এই বিপুল সংখ্যক মানুষকে পরিষেবা দিতে, যা এক কথায় অসম্ভব । গরিব বা পিছিয়ে পড়া মানুষের কাছে অনেকটা পরিষেবা পৌঁছতে পারলেও সামগ্রিক জনসংখ্যার নিরিখে তা সামান্য। এখন সব মানুষকে আশাকর্মীদের আওতায় আনতে গেলে আরও কর্মীর প্রয়োজন । এই কর্মী চেয়েই স্বাস্থ্যভবনকে চিঠি পাঠানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details