পশ্চিমবঙ্গ

west bengal

কৃষক আন্দোলনের সমর্থনে অবস্থান কর্মসূচি যাদবপুরের অধ্যাপক মহলের

By

Published : Feb 3, 2021, 10:41 PM IST

বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন জুটা-র ডাকে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট থেকে 8বি মোড় পর্যন্ত মিছিলে সামিল হন অধ্যাপক-অধ্যাপিকারা। তারপরে 8বিতে দুপুর 3টে থেকে বিকেল সাড়ে 5টা পর্যন্ত হয় অবস্থান, প্রতিবাদ সভা। দীঘদিন ধরে দিল্লিতে চলে আসা কৃষকদের আন্দোলনকে সংহতি জানিয়ে আজ কর্মসূচি নেওয়া হয়৷

কৃষক আন্দোলনের সমর্থনে অবস্থান কর্মসূচি যাদবপুরের অধ্যাপক মহলের
কৃষক আন্দোলনের সমর্থনে অবস্থান কর্মসূচি যাদবপুরের অধ্যাপক মহলের

কলকাতা, 3 ফেব্রুয়ারি : দীঘদিন ধরে দিল্লিতে চলে আসা কৃষকদের আন্দোলনকে সংহতি জানিয়ে আজ মিছিল ও অবস্থান-বিক্ষোভ করল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহল। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন জুটা-র ডাকে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট থেকে 8বি মোড় পর্যন্ত মিছিলে সামিল হন অধ্যাপক-অধ্যাপিকারা। তারপরে 8বিতে দুপুর 3টে থেকে বিকেল সাড়ে 5টা পর্যন্ত হয় অবস্থান, প্রতিবাদ সভা।

এদিনের কর্মসূচি নিয়ে জুটা-র সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "কৃষকদের আন্দোলনকে সংহতি জানিয়েই আজকের আমাদের কর্মসূচি। আমরা সভা থেকে বোঝানোর চেষ্টা করেছি যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে কি সেই ক্ষতিটা শুধু কৃষকদের? আমরা মনে করি না। আমরা মনে করি, এটা সাধারণ মানুষের উপরেও প্রভাব ফেলবে। কৃষকরা যদি খেয়ে-পরে না বাঁচতে পারে, তাঁরা উৎপাদন করতে পারবে না। তা না হলে এই শহরের যারা আমরা ভাবছি টাকা আছে, আমরা ঠিক থাকব, সেটা হবে না। কারণ, খাদ্য সুরক্ষাটাই তো চলে যাবে। এছাড়া, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপককে সাসপেন্ড করা, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা, কৃষক আন্দোলনকে দমানো চেষ্টা। এভাবে কেন্দ্রীয় সরকার যেভাবে বিভিন্ন আন্দোলনকে দমন করার যে প্রচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়েছে।"

আরও পড়ুন :এখনই সশরীরে ক্লাস নয় রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে

এদিন অধ্যাপক-অধ্যাপিকাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, পড়ুয়া, কর্মচারী ও প্রাক্তনীদেরও আজকের প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করতে আহ্বান জানানো হয়েছিল জুটা-র তরফে। সেই ডাকে সাড়া দিয়ে বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, কর্মচারী ও আধিকারিকদের তরফেও এক-দুইজন করে এসে অধ্যাপক-অধ্যাপিকাদের প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন।

ABOUT THE AUTHOR

...view details