পশ্চিমবঙ্গ

west bengal

বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে কতজন রোগীকে বিনামূল্যে পরিষেবা ? তথ্য চাইল স্বাস্থ্য দফতর

By

Published : Mar 21, 2021, 12:03 PM IST

চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয়ে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির প্রতি আরও কঠোর হল রাজ্য স্বাস্থ্য দফতর । তিন বছরে কতজন রোগীকে বিনামূল্যে পরিষেবা দেওয়া হয়েছে তার তথ্য চাওয়া হল ।

চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয়ে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম গুলির প্রতি আরও কঠোর হল রাজ্য স্বাস্থ্য দফতর
চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয়ে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম গুলির প্রতি আরও কঠোর হল রাজ্য স্বাস্থ্য দফতর

কলকাতা, 21 মার্চ : স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করাতে আসা রোগীকে ফেরালে বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিলের কথা আগেই বলেছে স্বাস্থ্য দফতর । এবার নতুন আরেকটি নিয়মের কথা ঘোষণা করল স্বাস্থ্য দফতর ।

তিন বছরে বেসরকারি হাসপাতালগুলিতে কতজন সরকারি সুবিধা নেওয়া রোগীকে বিনামূল্যে পরিষেবা দেওয়া হয়েছে , তার তথ্য না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলল স্বাস্থ্য দফতর । সাধারণ মানুষের স্বার্থে বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলির ক্ষেত্রে স্বাস্থ্য দফতর একরকম কড়া মনোভাব দেখাল বলে মনে করছে চিকিৎসকদের একাংশ । ফেব্রুয়ারি মাসে নোটিস দিয়ে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছিল, 10 টি বেড রয়েছে এমন ছোট মাপের কোনও নার্সিংহোম থেকে শুরু করে বড় মাপের কর্পোরেট কোনও হাসপাতাল যদি স্বাস্থ্যসাথীর কার্ড রয়েছে এমন কোনও রোগীকে বিনা চিকিৎসায় ফিরিয়ে দেয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট নার্সিংহোম বা হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।

এক্ষেত্রে সংশ্লিষ্ট নার্সিংহোম বা হাসপাতালের লাইসেন্স বাতিল করা হতে পারে অথবা, লাইসেন্স প্রত্যাহার করা হতে পারে, এছাড়া লাইসেন্স পুনর্নবীকরণ করা নাও হতে পারে বলে জানিয়েছিল স্বাস্থ্য দফতর । এই ধরনের ব্যবস্থা ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) অ্যাক্ট, 2017 এই আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা ওই নোটিসে জানানো হয় ।

আরও পড়ুন : স্বাস্থ্যসাথীর রোগীকে ফেরালে বাতিল হতে পারে হাসপাতালের লাইসেন্স, নোটিস স্বাস্থ্য দফতরের

স্বাস্থ্যসাথীর কার্ড থাকা সত্ত্বেও একাধিক রোগীকে বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোম থেকে ফিরিয়ে দেওয়ার মত ঘটনা একের পর এক ঘটতে থাকায় স্বাস্থ্য দফতর এই ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছিল । এবার, ওই একই আইন অনুযায়ী রাজ্যের বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম গুলির কাছে বিনামূল্যে রোগীদের পরিষেবা দেওয়ার তথ্য চাওয়া হল ।

সম্প্রতি স্বাস্থ্য দফতরের একটি সার্কুলারে অনুযায়ী , যে সব বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম সরকারের কাছ থেকে জমি বা অন্য কোনও সরকারি সুবিধা নিয়েছে, সেই সব হাসপাতাল এবং নার্সিংহোমের আউটডোরে 20 শতাংশ এবং ইনডোরে 10 শতাংশ রোগীকে বিনামূল্যে পরিষেবা দেওয়ার কথা বলা রয়েছে । তিন বছরে ওই সব বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলিতে এভাবে কতজন রোগীকে বিনামূল্যে পরিষেবা দেওয়া হয়েছে, তার তথ্য দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ।

অবিলম্বে এইসব নির্দেশ মেনে চলার কথা ওই সার্কুলারে জানানো হয়েছে ‌। একই সঙ্গে জানানো হয়েছে, এই নির্দেশ অমান্য করা হলে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে রাজ্য স্বাস্থ্য দফতর ।

সূত্রের খবর, আইন অনুযায়ী এমন কড়া মনোভাব দেখানোর পাশাপাশি স্বাস্থ্য দফতর এই বিষয়টিও সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম কর্তৃপক্ষকে মনে করিয়ে দিচ্ছে, যাতে সাধারণ মানুষের স্বার্থে চিকিৎসা পরিষেবার বিষয়টি অন্তত তারা ভুলে না যায় ।

ABOUT THE AUTHOR

...view details