পশ্চিমবঙ্গ

west bengal

Customs Department Seized Gold: বড়বাজার ও বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত দেড় কোটি টাকার সোনা

By

Published : Jul 5, 2022, 4:04 PM IST

শহরে শুল্ক দফতরের অভিযানে বাজেয়াপ্ত হল প্রায় দেড় কোটি টাকার সোনা (Customs Department Seize One and Half Crore Rupees Gold from Barabazar and Kolkata Airport) ৷ বড়বাজার এবং কলকাতা বিমানবন্দর থেকে এই সোনা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ কলকাতা বিমানবন্দরে মোট তিন যাত্রীর থেকে প্রায় 60 লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ বড়বাজার এলাকা থেকে 90 লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার হয়েছে ৷

Customs Department Seize One and Half Crore Rupees Gold from Barabazar and Kolkata Airport
Customs Department Seize One and Half Crore Rupees Gold from Barabazar and Kolkata Airport

কলকাতা, 5 জুন: কলকাতা বিমানবন্দর এবং বড়বাজার এলাকা থেকে বাজেয়াপ্ত হল প্রায় দেড় কোটি টাকার সোনা (Customs Department Seize One and Half Crore Rupees Gold from Barabazar and Kolkata Airport) ৷ গতকাল রাতে বড়বাজার এলাকায় তল্লাশি অভিযান চালায় শুল্ক দফতর ৷ সেখান থেকে প্রায় 90 লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করেছেন শুল্ক দফতরের আধিকারিকরা ৷ অন্যদিকে, দুবাই থেকে ফেরা দুই যাত্রীর থেকে 50 লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত হয়েছে ৷ আরেক ভারতীয় যাত্রীর থেকে 233 গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, গতকাল বড়বাজারে অভিযান চালিয়ে শুল্ক দফতরের আধিকারিকরা বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার করে ৷ যার আনুমানিক বাজারদর 90 লক্ষ টাকা ৷ এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সোনার এই বিস্কুটগুলি বিদেশ থেকে আনা হয়েছিল ৷

আরও পড়ুন:Gold Worth Rs 55 Lakh Recover : ভারত-বাংলাদেশ সীমান্তে 55 লক্ষ টাকার সোনা উদ্ধার, গ্রেফতার 1

অন্যদিকে, গতকালই কলকাতা বিমানবন্দর থেকে 50 লক্ষ টাকার সোনা উদ্ধার করেছে ৷ জানা গিয়েছে, দু’জন যাত্রীর কাছ থেকে ওই সোনা বাজেয়াপ্ত হয়েছে ৷ তাঁরা দুবাই থেকে কলকাতায় এসেছিল ৷ কলকাতা বিমানবন্দরেই এক যাত্রীর থেকে 233 গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয় ৷ গ্রিন চ্যানেল পার করার সময় ওই যাত্রীকে আটকানো হয় ৷ তল্লাশি চালিয়ে সোনার দু’টি পাত এবং 24 ক্যারেটের টেন উদ্ধার করা হয়েছে ৷ উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় 11 লক্ষ টাকা ৷

ABOUT THE AUTHOR

...view details