পশ্চিমবঙ্গ

west bengal

Suvendu on KMC Election 2021 Results : নির্বাচন কমিশনার বঙ্গবিভূষণ পাবেন, টুইটে কটাক্ষ শুভেন্দুর

By

Published : Dec 21, 2021, 5:24 PM IST

কলকাতা পৌরনিগমের ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ফল প্রকাশের পরও সেই একই অভিযোগে সরব হলেন তিনি (Suvendu on KMC Election 2021 Results) ৷

bjp leader suvendu adhikari slams wb election commissioner on kmc election 2021 results
Suvendu on KMC Election 2021 Results : নির্বাচন কমিশনার বঙ্গবিভূষণ পাবেন, কটাক্ষ শুভেন্দুর

কলকাতা, 21 ডিসেম্বর : কলকাতা পৌরনিগমের নির্বাচনের ফলাফল নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী (bjp leader suvendu adhikari slams wb election commissioner on kmc election 2021 results) ৷ মঙ্গলবার নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার টুইট করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ৷ সেখানেই তিনি সৌরভ দাসকে কটাক্ষ করেন ৷

প্রসঙ্গত, রবিবার কলকাতায় ছিল পৌরনিগমের ভোট (Kolkata Municipal Election 2021) ৷ সেই ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়নি বলে অভিযোগ করে বিজেপি ৷ এই নিয়ে গেরুয়া শিবিরের প্রতিনিধিদল দেখা করে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গেও ৷ পরে শুভেন্দু অধিকারী-সহ বিজেপির একাধিক নেতা নির্বাচন কমিশনের দফতরে গিয়ে ধরনাও দেন ৷

মঙ্গলবার ভোটের ফল প্রকাশিত হওয়ার পর ফের নির্বাচন কমিশন ও কমিশনার সৌরভ দাসের বিরুদ্ধে তোপ দেগেছেন শুভেন্দু ৷ কটাক্ষ করে লিখেছেন, ভিভিপ্যাট ছাড়া ইভিএম, সংযোগ ছাড়াই সিসিটিভি এবং ভয়ের বাতাবরণে ভোট করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন নির্বাচন কমিশনার সৌরভ দাস ৷

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টুইট

এখানে উল্লেখ করা প্রয়োজন, কলকাতা পৌরনিগমের ভোটের প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট করার বার্তা দিয়েছিলেন দলের কর্মীদের ৷ সঙ্গে বলেছিলেন, তৃণমূল জিতবে ৷ আর বিরোধীরা অজুহাত হিসেবে সন্ত্রাসের অভিযোগ তুলবে ৷

আরও পড়ুন :Mamata on KMC Election 2021 Results: বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, কংগ্রেস স্যান্ডউইচ ! কলকাতা জয়ের পর কটাক্ষ মমতার

এই নিয়ে এদিনের টুইটে কটাক্ষ করেছেন নন্দীগ্রামের বিধায়ক ৷ তাঁর মতে, সৌরভ দাস অভিষেকের পূর্বাভাসকে সত্যি প্রমাণ করেছেন ৷ তবে অভিষেকের নাম লেখেননি শুভেন্দু ৷ ‘ব়্যায়াল নেফিউ’ বলে উল্লেখ করেছেন ৷ একই সঙ্গে তাঁর দাবি, সৌরভ দাস বঙ্গবিভূষণ পাবেন ৷

ABOUT THE AUTHOR

...view details