পশ্চিমবঙ্গ

west bengal

মেট্রো রেলে চাকরির নামে প্রতারণা, সাইবার ক্রাইম গোয়েন্দাদের জালে 4

By

Published : Jun 22, 2021, 10:02 PM IST

মেট্রো রেলে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাৎ ৷ কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের জালে চার অভিযুক্ত ৷ ধৃতরা নদিয়ার বাসিন্দা ৷

4 arrested in fraud case by cyber cell of kolkata police
মেট্রো রেলে চাকরির নামে প্রতারণা, সাইবার ক্রাইম গোয়েন্দাদের জালে 4

কলকাতা, 22 জুন : করোনাকালে আমজনতার অনেকেরই উপার্জন কমেছে ৷ টান পড়েছে পকেটে ৷ দেশজুড়ে বেকারত্বের সংখ্যা পাল্লা দিয়ে বেড়েই চলেছে ৷ আর ঠিক এই বিষয়টিকেই টোপ হিসেবে কাজে লাগাচ্ছে একদল অপরাধী। অভিযোগ, এবার খোদ কলকাতা মেট্রো রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করছে কিছু প্রতারক ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন ৷ গ্রেফতার করা হয়েছে চার অভিযুক্তকে ৷ বাকিদের খোঁজে চলছে তল্লাশি ৷

লালবাজার সূত্রে খবর, কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষের নামে ভুয়ো ই-মেইল আইডি তৈরি করা হয়েছিল ৷ এছাড়া সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করার জন্য একাধিক ওয়েবসাইটও বানিয়েছিল ওই প্রতারকরা ৷ ঘটনাটি প্রকাশ্যে আসে গত এপ্রিল মাসে ৷

আরও পড়ুন :অনলাইনে ফ্লাইটের টাকা ফেরত নিতে গিয়ে প্রতারিত হরিদেবপুরের তরুণী

জানা যায়, মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষের নামে বেশ কিছু ফেক ই-মেইল আইডি বানানো হয়েছে এবং সেই ফেক আইডিগুলি মারফত সাধারণ মানুষকে মেট্রো রেলে চাকরির সুযোগ করে দেওয়ার নাম করে টাকা চাওয়া হচ্ছে ৷ সেই ফাঁদে পা দিয়ে অনেকেই বিপদে পড়েছেন ৷ অভিযোগ, একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে প্রতারকরা ৷

গোটা ঘটনার তদন্তে নামেন কলকাতা পুলিশের সাইবার সেলের গোয়েন্দারা ৷ ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার সেল ৷ ধৃতরা হল অমিত পাল, অভিজিৎ দেবনাথ, শুভেন্দু ঘোষ এবং সঞ্জয় দাস ৷ ধৃতদের বাড়ি নদিয়া জেলায় ৷

আরও পড়ুন :চাকরির নামে প্রতারণা, অভিযুক্তদের বাড়ির সামনে বিক্ষোভ ভুক্তভোগীদের

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানান, নির্দিষ্ট অভিযোগ দায়েরের পর এই ঘটনার তদন্তে নেমেছিলেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা ৷ এরপর মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে সোমবার রাতে নদিয়া জেলার একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে এই চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

ধৃতদের কাছ থেকে একাধিক ফেক আইডি এবং মেট্রোরেল সংক্রান্ত একাধিক নথিপত্র উদ্ধার করা হয়েছে ৷ পাশাপাশি, বেশ কিছু সিম কার্ড, মোবাইল এবং ল্যাপটপ উদ্ধার করেছেন সাইবার সেলের গোয়েন্দারা ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে, তার সন্ধান পেতে চাইছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details