পশ্চিমবঙ্গ

west bengal

2002 Riots in Gujarat গুজরাত দাঙ্গার তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়ার 11 আবেদন বন্ধ করল সুপ্রিম কোর্ট

By

Published : Aug 30, 2022, 1:33 PM IST

Updated : Aug 30, 2022, 1:54 PM IST

Supreme Court closes all Gujarat riots proceedings, pleas against UP over Babri demolition

2002 সালের গুজরাত দাঙ্গার (2002 Riots in Gujarat) তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়ার আবেদন জানিয়ে যে 11টি পিটিশন দায়ের করা হয়েছিল সেই মামলাগুলির প্রক্রিয়া বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট ৷

নয়াদিল্লি, 30 অগস্ট:2002 সালেরগুজরাত দাঙ্গা (2002 Riots in Gujarat) সংক্রান্ত যাবতীয় মামলার প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ গুজরাত দাঙ্গা মামলার তদন্ত সিবিআই-এর হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়ে করা 11টি পিটিশন 2002/2003 সাল থেকে বকেয়া রয়েছে ৷ সেই পিটিশনগুলি নিয়ে মামলার প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (Babri demolition)৷

বেশ কয়েকটি আবেদন সুপ্রিম কোর্টে বকেয়া রয়েছে ৷ শীর্ষ আদালত বলেছে যে, মামলাগুলি এখন সময়ের সঙ্গে সঙ্গে অকার্যকর হয়ে পড়েছে ৷ 9টি মামলার মধ্যে 8টির বিচার শেষ হয়েছে এবং একটি মামলার চূড়ান্ত সওয়াল-জবাব গুজরাতের নারোদা গাঁও আদালতে চলছে ৷

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ বলেছে, প্রধান পিটিশনে এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আর্জি জানানো হয়েছিল ৷ সেই আর্জি খারিজ করে দিয়েছিল হাইকোর্ট ৷ সেখানে জাতীয় মানবাধিকার কমিশনের একটি পিটিশনও ছিল ৷ প্রধান বিচারপতি, বিচারপতি এস রবীন্দ্র ভাট ও বিচারপতি জেবি পরদিওয়ালার বেঞ্চ আরও বলেছে যে, এই বিষয়গুলির কথা মাথায় রেখে আদালত একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল ৷ ঘটনার তদন্ত ও 9টি গুরুত্বপূর্ণ ট্রায়ালের বিষয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছিল সেই সিটকে ৷ সিটের পক্ষের আইনজীবী মুকুল রোহতগি আদালতে বলেন, এই 9টি মামলার মধ্যে 8টি মামলার ট্রায়াল শেষ হয়ে গিয়েছে ৷ একমাত্র নারোদা গাঁও মামলার ট্রায়াল বাকি রয়েছে ৷ তবে সেটিরও সওয়াল-জবাব শেষ পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেন তিনি ৷

আরও পড়ুন:বিলকিস বানোর 11 ধর্ষকের মুক্তি, গুজরাত ও কেন্দ্র সরকারের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট

শীর্ষ আদালত জানিয়েছে, পিটিশনাররাও এটা মেনে নিয়েছেন যে এই আবেদনের মামলাগুলি অকার্যকর হয়ে গিয়েছে ৷ বেঞ্চ জানিয়েছে, "সব মামলা যেহেতু এখন অকার্যকর সেই কারণে আদালত মনে করছে যে এই পিটিশনগুলি আর চালানোর কোনও প্রয়োজন নেই ৷ এগুলিকে বন্ধ করে দেওয়া হচ্ছে ৷"

Last Updated :Aug 30, 2022, 1:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details