পশ্চিমবঙ্গ

west bengal

Rajnath Singh : মহাত্মা গান্ধির নির্দেশে ব্রিটিশের কাছে পিটিশন ফাইল করেছিলেন সাভারকর : রাজনাথ সিং

By

Published : Oct 13, 2021, 1:30 PM IST

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকর নিজের ইচ্ছেয় ব্রিটিশের কাছে ক্ষমা চাননি, গান্ধি তাঁকে বলেছিলেন পিটিশন ফাইল করতে ৷ সাভারকরকে নিয়ে লেখা একটি বই উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

নয়াদিল্লি, 13 অক্টোবর : মহাত্মা গান্ধি (Mahatma Gandhi) সাভারকরকে (Savarkar) ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চাওয়ার পিটিশন (Mercy Petition) দায়ের করতে অনুরোধ জানিয়েছিলেন ৷ আর মার্কস (Marxist) ও লেনিনের (Leninist) আদর্শে বিশ্বাসী মানুষজন সাভারকরকে ফ্যাসিস্ট (fascist) বলে দাগিয়ে ভুল অভিযোগ করেন ৷ মঙ্গলবার "বীর সাভারকর : দ্য ম্যান হু কুড হ্যাভ প্রিভেন্টেড পার্টিশন" (Veer Savarkar: The Man Who Could Have Prevented Partition) বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এমন বিস্ফোরক মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister) রাজনাথ সিং (Rajnath Singh) ৷

মন্ত্রী বলেন, "সাভারকরকে নিয়ে মিথ্যে কথা রটনো হয়েছে ৷ বারবার এটাই প্রচার করা হয়েছে যে, তিনি ব্রিটিশ সরকারের কাছে তাঁর মুক্তির জন্য মার্সি পিটিশন ফাইল করেছিলেন ৷ মহাত্মা গান্ধি তাঁকে মার্সি পিটিশন ফাইল করতে বলেছিলেন ৷ তাঁর কথা অনুসারে কাজ করেছিলেন সাভারকর ৷" রাজনাথ সিং জানান, মহাত্মা গান্ধি ভারতের স্বাধীনতার জন্য শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন ৷ তেমন ভাবেই সাভারকরও আন্দোলন চালিয়ে যান, এটা চেয়ে সাভারকরের মুক্তির অনুরোধ করেছিলেন গান্ধি ৷ কিন্তু সাভারকরই মার্সি পিটিশন ফাইল করে ক্ষমা চেয়েছিলেন, এই কথা বলে মানুষ তাঁকে কলঙ্কিত করার চেষ্টা করে, জানান প্রতিরক্ষামন্ত্রী ৷

আরও পড়ুন : Mt Trishul Avalanche : ত্রিশূল জয়ের আগেই তুষার ধস , চার নৌসেনা আধিকারিকের দেহ উদ্ধার

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহন ভাগবত (Mohan Bhagwat), কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী (Mos) জিতেন্দ্র সিং (Jitendra Singh), কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপালা (Parshottam Rupala), কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal) ও অন্যরা ৷

ABOUT THE AUTHOR

...view details