ETV Bharat / bharat

সচিন তেন্ডুলকরের নিরাপত্তারক্ষী আত্মঘাতী - Security Guard Dies by Suicide

author img

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 1:38 PM IST

Updated : May 15, 2024, 2:25 PM IST

Sachin Security Guard Dies by Suicide: আত্মঘাতী সচিন তেন্ডুলকরের নিরাপত্তারক্ষী ৷ মঙ্গলবার রাতে প্রকাশ কাপড়ে নামে ওই ব্যক্তি আত্মহত্যা করেন ৷ তিনি এসআরপিএফ জওয়ান ছিলেন ৷

Sachin Security Guard Dies by Suicide
(বাঁদিকে) সচিন তেন্ডুলকর৷ (ডানদিকে) আত্মঘাতী নিরাপত্তারক্ষী প্রকাশ কাপড়ে৷ (ইটিভি ভারত)

জলগাঁও (মহারাষ্ট্র), 15 মে: সচিন তেন্ডুলকরের নিরাপত্তারক্ষী আত্মহত্যা করেছেন ৷ মঙ্গলবার রাতে নিজের বাড়িতে তিনি আত্মঘাতী হন বলে জানা গিয়েছে ৷ তাঁর নাম প্রকাশ কাপড়ে (37) ৷ তিনি মহারাষ্ট্রের জামনের শহরের বাসিন্দা ৷ মঙ্গলবার রাতে সেখানকার জলগাঁও রোডে নিজের বাড়িতে আত্মঘাতী হন ৷

পুলিশ জানিয়েছে, প্রকাশ কাপড়ে এসআরপিএফ (মহারাষ্ট্রের স্টেট রিজার্ভ পুলিশ ফোর্স) জওয়ান ছিলেন ৷ তিনি সচিন তেন্ডুলকরের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন ৷ ছুটিতে তিনি বাড়িতে গিয়েছিলেন ৷ সেই সময়ই প্রকাশ কাপড়ে নামে ওই এসআরপিএফ জওয়ান আত্মঘাতী হন ৷

পুলিশের তরফ থেকে আরও জানা গিয়েছে যে মঙ্গলবার রাতে বাড়িতে সবাই যখন ঘুমিয়ে, তখন তিনি চলে যান ছাদে ৷ রাত 1টা নাগাদ তিনি আত্মঘাতী হন ৷ তাঁর মা, বাবা, স্ত্রী ও দুই সন্তান গুলির শব্দ শুনে ছাদে ছুটে যান ৷ তখনই রক্তাক্ত অবস্থায় প্রকাশকে পড়ে থাকতে দেখেন ৷

তার পর জামনের থানায় খবর দেওয়া হয় ৷ পুলিশ গিয়ে প্রকাশকে হাসপাতালে ভরতির ব্যবস্থা করে ৷ প্রকাশের কয়েকজন সহকর্মীও বাড়িতে ছুটে যান ৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ পুলিশ প্রকাশের সার্ভিস রিভলবারটি বাজেয়াপ্ত করেছে ৷

পুলিশ জানিয়েছে, আত্মহত্যার কারণ জানা যায়নি ৷ কেন তিনি আত্মহত্যা করলেন, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ পরিবারে কোনও গোলমাল চলছিল, নাকি অন্য কোনও কারণে তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে প্রকাশ কাপড়ে যেহেতু এসআরপিএফ জওয়ান ছিলেন, তাই মহারাষ্ট্রের ওই বাহিনীর তরফেও এই নিয়ে আলাদা করে তদন্ত করা হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. মুম্বইয়ের ঘাটকোপারে হোর্ডিং দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 16
  2. যাত্রীবাহী বাসের সঙ্গে লরির ধাক্কা, মৃত 6 ও আহত 20
  3. রাজস্থানে তামার খনিতে লিফট ছিঁড়ে দুর্ঘটনায় আটকে পড়া 14 জনকে উদ্ধার, গুরুতর জখম 3
Last Updated : May 15, 2024, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.