ETV Bharat / bharat

রাজস্থানে তামার খনিতে লিফট ছিঁড়ে দুর্ঘটনায় আটকে পড়া 14 জনকে উদ্ধার, গুরুতর জখম 3 - copper mine Accident

author img

By ANI

Published : May 15, 2024, 8:11 AM IST

Updated : May 15, 2024, 10:28 AM IST

Kolihan copper mine in Jhunjhunu: রাজস্থানে তামার খনিতে লিফট ছিঁড়ে আটক 14 জন আধিকারিক ৷ মঙ্গলবার রাজস্থানের ঝুনঝুনর কোলিহান তামার খনিতে এই দুর্ঘটনা ঘটে ৷ ইতিমধ্যেই কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ৷

Rajasthan
রাজস্থানে তামার খনিতে ভেঙে পড়ল লিফট (প্রতীকী ছবি)

ঝুনঝুন (রাজস্থান), 15 মে: খনিতে লিফট ছিঁড়ে আটক 14 জন ৷ মঙ্গলবার রাজস্থানের ঝুনঝুন এলাকার হিন্দুস্তান কপার লিমিটেডের কোলিহান খনির ঘটনা ৷ আটকে থাকা আধিকারিকদের নিরাপদে বের করে আনতে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ ইতিমধ্যেই 3 জনকে উদ্ধার করা গিয়েছে ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স রাখা হয়েছে ৷ স্থানীয় বিজেপি বিধায়ক ধর্মপাল গুর্জার বলেন, "আমি নির্বাচনী প্রচারের জন্য হরিয়ানায় গিয়েছিলাম ৷ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসেছি । সকলকে ডেকেছি এবং উদ্ধারকারীরা দ্রুত আটকে থাকা কর্মীদের উদ্ধারের চেষ্টা করছেন।"

ঘটনাপ্রসঙ্গে স্থানীয় সরকারি হাসপাতালের এক কর্মী শিশরাম বলেন, "তামার খনিতে আটকে থাকা সকলকেই উদ্ধার করা হয়েছে ৷ 3 জন গুরুতর আহত ৷ তাঁদেল হাতে ও পায়ে চোট লেগেছে ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷ বাকিরা মোটামুটি সুস্থ আছেন ৷" ঝুনঝুন সরকারি হাসপাতালের চিকিৎসর প্রবীন শর্মা বলেন, "খনি থেকে সকলকেই উদ্ধার করা হয়েছে ৷ এঁদের মধ্যে তিন জনের চোট গুরুতর ৷ তাঁদেরকে জয়পুরে স্থানাস্তর করা হয়েছে ৷"

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার কলকাতা থেকে খনি আধিকারিকদের একটি দল রাজস্থানের হিন্দুস্থান কপার লিমিটেডের খনিটি পরিদর্শনে গিয়েছিলেন ৷ কাজ শেষে বেরিয়ে আসার সময়ে দুর্ঘটনার শিকার হন তাঁরা ৷ জয়পুরের নিম কা থানা জেলার সুপারিনটেনডেন্ট অফ পুলিশ প্রবীন নায়েক বলেন, "লিফটি 1800 ফুট নীচে দড়ি ছিঁড়ে পড়েছে ৷ সেই সময়ে কলকাতা থেকে যাওয়া আধিকারিকরা লিফটের মধ্যেই ছিলেন ৷ উঁচু থেকে পড়ায় সেটি মাটিতে 100 ফুট গভীরে গেঁথে যায় ৷ দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ রাতভর চলে উদ্ধার কাজ ৷ সকলেই উদ্ধার করা গিয়েছে ৷"

খনি পরিদর্শনের আধিকারিকদের ওই দলে ছিলেন উপেন্দ্র পান্ডে, জিডি গুপ্তা, কোলিহান খনির ডেপুটি জেনারেল ম্যানেজার একে শর্মা, বিনোদ সিং শেখওয়াত, একে বাইরা, অর্নব ভান্ডারী, যশরাজ মিনা, বানেন্দ্রা ভাণ্ডারী, নিরঞ্জন সাউ, করণ সিং গেহলট, প্রতিম সিং, হার্ষি রাম ও ভাগীরথ ৷ এছাড়ও একজন সাংবাদিক ও চিত্র সাংবাদিক ছিলেন ওই দলে ৷

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এক্স হ্যান্ডেলে লেখেন, যে ঝুনঝুনের ক্ষেত্রিতে হিন্দুস্তান কপার লিমিটেডের কোলিহান খনিতে লিফটে দড়ি ছিঁড়ে ঘটনা ঘটেছে ৷ ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায্য করা হয়েছে ৷

  1. ট্রাকের সঙ্গে সংঘর্ষ ! ঘটনাস্থলে মৃত 6, আশঙ্কাজনক 1
  2. মুম্বইয়ে বৃষ্টি-ধূলিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে 14, শোকপ্রকাশ মমতার
  3. ইলেকট্রিক পোলের সঙ্গে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে আগুন, ঝলসে মৃত্যু রোগীর
Last Updated : May 15, 2024, 10:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.