ETV Bharat / bharat

ট্রাকের সঙ্গে সংঘর্ষ ! ঘটনাস্থলে মৃত 6, আশঙ্কাজনক 1 - UP Road Accident

author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 5:29 PM IST

Car Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশের হাপুর জেলায় ৷ পথ দুর্ঘটনায় মৃত্যু হল 6 জনের ৷ একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ দুর্ঘটনায় গাড়িটি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে ।

Road Accident
উত্তরপ্রদেশে গাড়ি দুর্ঘটনা (নিজস্ব চিত্র)

হাপুর (উত্তরপ্রদেশ), 14 মে: দ্রুত গতিতে আসা গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল 6 জনের ৷ গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন ৷ সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুর জেলার গড় কোতোয়ালি এলাকায় ৷ গাড়িটিতে চালক-সহ মোট 7 জন ছিলেন ৷ তার মধ্যে ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ সেখান থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এরপর গাড়িতে আটকে থাকা বাকি দেহগুলিকে বের করা হয় । গাড়িটি মোরাদাবাদ থেকে দিল্লির দিকে যাচ্ছিল । প্রথমে মৃতদের পরিচয় পাওয়া না গেলেও পরে পুলিশ তা সংগ্রহ করে ৷

সোমবার গভীর রাতে গড় কোতোয়ালি এলাকার জাতীয় সড়ক ধরে মোরাদাবাদ থেকে দিল্লির দিকে যাচ্ছিল একটি গাড়ি । সেই সময় ব্রিজঘাট টোল প্লাজার কাছে একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয় । দুর্ঘটনায় গাড়িটি অনেকটা ক্ষতিগ্রস্ত হয় । এতে গাড়িতে থাকা 6 জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় । গুরুতর আহত হয় একজন ।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ভিড় জমে যায় । লোকজন বিষয়টি পুলিশকে জানায় । এই ঘটনায় এএসপি রাজকুমার আগরওয়াল জানান, খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ৷ গাড়ির 6 জন যাত্রী মারা গিয়েছেন ৷ প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, টায়ার ফেটে গাড়িটি ভারসাম্য হারিয়ে ফেলে ৷ এরপর গাড়িটি ডিভাইডারের অপর পাশে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায় । তার ফলেই এই দুর্ঘটনা ঘটে ৷

দুর্ঘটনায় মৃতদের নাম রামকিশান সাইনি (33), অনুপ সিং (38), সন্দীপ (35), নিক্কি জৈন (33), রাজু জৈন (36), ভিপিন সোনি (35)৷ নিহতদের মধ্যে 5 জন গাজিয়াবাদের এবং একজন মেরঠের বাসিন্দা । দুর্ঘটনায় গুরুতর আহত রামকিশানের ছেলে শচীনও মেরঠের বাসিন্দা ।

আরও পড়ুন :

  1. ভয়াবহ দুর্ঘটনা ! ভস্ম বিসর্জনে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত একই পরিবারের 3 সদস্য
  2. ছেলের জন্মদিনের আগে দুর্ঘটনা, মৃত্যু অঙ্কুশের সহ-অভিনেতার
  3. ফুল সাজানো চারচাকা জ্বলে গেল দাউদাউ করে, ঝলসে মৃত বর-সহ 4
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.