ETV Bharat / bharat

মুম্বইয়ের ঘাটকোপারে হোর্ডিং দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 16 - GHATKOPAR HOARDING COLLAPSE

author img

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 1:08 PM IST

Mumbai Hoarding Collapse: ঘাটকোপারের হোর্ডিং ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 16 ৷ দুর্ঘটনার 40 ঘণ্টা পরও উদ্ধারকাজে হিমশিম খাচ্ছে এনডিআরএফ ৷ তবে সম্পূর্ণ উদ্ধারকাজের পর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা এনডিআরএফ কমান্ড্যান্টের ৷

Mumbai Hoarding Collapse
ঘাটকোপারের ঘটনায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা (নিজস্ব চিত্র)

মুম্বই, 15 মে: মুম্বইয়ের ঘাটকোপারের দুর্ঘটনায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা ৷ সোমবার দুপুরে বিজ্ঞাপনের হোর্ডিং ভেঙে পড়ার ভয়াবহ ঘটনায় বুধবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 16 জন ৷ 40 ঘণ্টার উদ্ধার কাজ চলার পর এমনটাই জানাল জাতীয় বির্পযয় মোকাবিলা দল ৷

মঙ্গলবার রাতে দু'টি মৃতদেহ নজরে আসে উদ্ধারকারী দলের কর্মীদের ৷ কিন্তু রাতে সেই জায়গায় পৌঁছতে সমস্যা হওয়ায় বুধবার সকালে হোর্ডিংয়ের লোহার রড কেটে তাদের বের করা হয় ৷ ঘটনা প্রসঙ্গে এনডিআরএফ-র সহকারি কমান্ড্যান্ট নিখিল মুধোলকর বলেন, "ইতিমধ্যেই হোর্ডিংয়ের প্রথম গার্ডারটি কাটা হয়ে গিয়েছে ৷ এই মুহূর্তে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে ৷" পাঁচটারও বেশি গার্ডার রয়েছে হোর্ডিংটিতে ৷ সেকারণে উদ্ধারকাজে বেশ সমস্যায় পরতে হচ্ছে তাঁদের বলে জানালেন নিখিল ৷ প্রতিটা গার্ডার সরানোর পর বোঝা যাবে আদৌ কতজন আটকে রয়েছে ওই দৈত্যাকার হোর্ডিংয়ের নীচে ৷

বুধবার 40 ঘণ্টা পরও ঘাটকোপারের ঘটনায় উদ্ধারকাজ চালাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা ৷ এই অবস্থায় এদিন সকালে ঘটনাস্থলে আচমকাই আগুন লেগে যায় ৷ যদিও সেখানে উপস্থিত দমকল বাহিনীর তৎপরতায় নিমেষের মধ্যে নিভিয়ে দেওয়া হয় আগুন ৷ তদন্তকাজ এখনও চলছে বলে জানিয়েছেন এনডিআরএফ কমান্ড্যান্ট ৷

সোমবার বিকেলে ঝড়ের দাপটে ঘাটকোপারে ভেঙে পড়ে একটি বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড। 100 ফুট বিলবোর্ডের তলায় চাপা পড়ে যান বহু মানুষ । জানা যায়, রেলওয়ে পুলিশের জমিতে তৈরি করা হয়েছিল বেআইনি হোর্ডিংটিকে ৷ প্রবল ধুলোঝড়ের ঘটনায় একটি পেট্রল পাম্পের উপর ভেঙে পড়ে বিলবোর্ডটি ৷ ঘটনাস্থল 89 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.