ETV Bharat / bharat

কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মা মাধবী রাজে প্রয়াত - Madhavi Raje Scindia

author img

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 1:22 PM IST

Madhavi Raje Scindia: প্রয়াত মাধবী রাজে সিন্ধিয়া ৷ তিনি কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মা ৷ বুধবার সকালে দিল্লির এইমসে তিনি মারা যান ৷ তিনমাস ধরে তিনি ওই হাসপাতালে ভরতি ছিলেন ৷ গত 30 এপ্রিল থেকে তাঁর শারীরিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে ৷

Madhavi Raje Scindia
মাধবী রাজে সিন্ধিয়া (নিজস্ব চিত্র)

গোয়ালিয়র, 15 মে: কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মা মাধবী রাজে সিন্ধিয়া প্রয়াত ৷ বুধবার তিনি মারা গিয়েছেন । দিল্লির এইমসে গত তিনমাস ধরে তিনি ভরতি ছিলেন ৷ সেখানেই তিনি এ দিন সকাল সাড়ে ন’টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 70 বছর ৷ তিনি নিউমোনিয়ার পাশাপাশি সেপসিসে ভুগছিলেন । গত 30 এপ্রিল তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ৷ বেশ কয়েকদিন ভেন্টিলেটরে ছিলেন তিনি ।

সেই কারণে কয়েকদিন আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নির্বাচনী প্রচার মাঝপথে ছেড়ে দিল্লি চলে আসেন ৷ তাঁর সঙ্গে তাঁর স্ত্রী প্রিয়দর্শিনী রাজে সিন্ধিয়া ও পুরো পরিবার চলে আসেন দিল্লিতে । জ্যোতিরাদিত্য এবার মধ্যপ্রদেশের গুনা লোকসভা আসন থেকে ভোটের ময়দানে নেমেছেন ৷ লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় গত 7 মে ওই আসনে ভোট নেওয়া হয় ৷ কিন্তু সেই সময়ই তাঁর মা অসুস্থ হয়ে পড়েন ৷ ফলে শেষ মুহূর্তে ভোটের প্রচারে তিনি খুব বেশি সময় দিতে পারেননি ৷

রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়ার পুত্রবধূ এবং মাধবরাও সিন্ধিয়ার স্ত্রী মাধবী রাজে সিন্ধিয়া নেপালের রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত ছিলেন । সিন্ধিয়া পরিবার বরাবর রাজনীতির সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত ৷ তার পরও মাধবী রাজে সিন্ধিয়া কখনও রাজনীতিতে আসেননি । তবে স্বামী হোক বা ছেলে, দু’জনের জন্য নির্বাচনী প্রচারে তাঁকে বহুবার দেখা গিয়েছিল ৷

2001 সালে বাবা মাধবরাও সিন্ধিয়াকে হারিয়েছিলেন জ্যোতিরাদিত্য ৷ ওই বছর বিমান দুর্ঘটনায় তৎকালীন কংগ্রেস নেতা মাধবরাও সিন্ধিয়ার মৃত্যু হয় ৷ তার পর জ্যোতিরাদিত্য রাজনীতিতে আসেন ৷ গুনা লোকসভা আসনটি থেকে তিনি জিতেছেন একাধিকবার ৷ 2019 সালে তিনি হেরে যান ৷ পরে বিজেপিতে যোগদেন ৷ মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদও নির্বাচিত হন ৷ এখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ৷

এবারও তিনি গুনা থেকে লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন ৷ তবে এই প্রথম তিনি বিজেপির টিকিটে লড়ছেন ৷ সেই নির্বাচনী লড়াইয়ের মধ্যেই তিনি হারালেন মা মাধবী রাজে সিন্ধিয়াকে ৷

আরও পড়ুন:

  1. যাত্রী হেনস্থার অভিযোগ, আচমকা দিল্লি বিমানবন্দর পরিদর্শনে জ্যোতিরাদিত্য
  2. বাংলা-সহ আট রাজ্যকে বিমানের জ্বালানি তেলের দাম কমাতে অনুরোধ সিন্ধিয়ার
  3. ক্যাপ্টেন অমরিন্দর সিং থেকে অশোক চৌহান- একাধিক প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগ দিয়েছেন বিজেপিতে; রইল তালিকা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.