পশ্চিমবঙ্গ

west bengal

Nirmala Sitharaman Tweets : নেতাজি ট্যাবলো বিতর্কে সাফাই নির্মলার

By

Published : Jan 18, 2022, 11:41 AM IST

finance minister nirmala sitharaman
নেতাজি ট্যাবলো বিতর্কে সাফাই নির্মলার

সাধারণতন্ত্র দিবসে নেতাজি নামাঙ্কিত ট্যাবলো বাদ পড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইতিমধ্যেই চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee writes to Narendra Modi) ৷

নয়াদিল্লি, 18 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে পশ্চিমবঙ্গের নেতাজি সুভাষচন্দ্র বসুর থিম ট্যাবলো বাদ পড়া নিয়ে বিতর্ক চলছেই ৷ এবার তাতে নয়া মাত্রা যোগ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Union Finance Minister Nirmala Sitharaman) ৷

সোমবার রাতে বিষয়টি নিয়ে পরপর বেশ কয়েকটি টুইট করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ তাতে গোটা বিষয় নিয়ে সাফাই দেওয়ার পাশাপাশি, কিছুটা কটাক্ষও করেছেন তিনি ৷ নির্মলা লিখেছেন, "প্রতি বছর গণতন্ত্র দিবসের ট্যাবলো নিয়ে রাজ্য, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও সরকারি সংস্থাগুলি প্রস্তাব পাঠায় ৷ কুচকাওয়াচের নির্দিষ্ট সময়সীমাও থাকে ৷ বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে গঠিত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটি আই প্রস্তাবগুলির মধ্যে থেকে ট্যাবলো বেছে নেয় ৷ এবছর 56টি প্রস্তাব জমা পড়েছিল, তার মধ্যে 21টি বাছাই হয়েছে ৷"

তিনি আরও লেখেন, "নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নিয়ম মেনেই এই ট্যাবলো বাছাই পর্ব হয়ে আসছে ৷ 2016, 2017, 2019 ও 2021 সালে পশ্চিমবঙ্গের ট্যাবলো নির্বাচিত হয়েছিল ৷" এর পরেই টুইটে নির্মলা সীতারমনের কটাক্ষ, "ঘটনাচক্রে কেন্দ্রীয় লোক নির্মাণ বিভাগের ট্যাবলোতে এবছর তুলে ধরা হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে ৷ বিষয়টিতে নোংরা রাজনীতি করা বন্ধ হোক৷"

আরও পড়ুন : 75 বছরে এই প্রথম, পিছল 26 জানুয়ারি কুচকাওয়াজের সময়

উল্লেখ্য, এবছর গণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে কুচকাওয়াচের জন্য রাজ্যের বিষয় ছিল নেতাজির জীবন ও স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকা ৷ কিন্তু এবছর কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই ট্যাবলোকে বাছাই করেনি ৷ এর থেকেই বিতর্কের সূত্রপাত ৷ প্রশ্ন উঠছে ট্যাবলো বাছাই করতে হবে বলে একেবারে নেতারির নামাঙ্কিত ট্যাবলো বাদ দিয়ে দিতে হবে ! তাও আবার তাঁর 125 তম জন্ম বার্ষিকীতে ! বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যদিও সেই চিঠির জবাব এখনও আসেনি, তবে তার মাঝেই এল নির্মলার এই টুইটবার্তা ৷

ABOUT THE AUTHOR

...view details