ETV Bharat / bharat

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ভারতের - Iran President Death

Iran President Death: হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি-সহ আরও কয়েকজন ৷ এই নিয়ে মঙ্গলবার ভারতের একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে বলে ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 7:10 PM IST

SEYYED EBRAHIM RAISI
সাইয়েদ ইব্রাহিম রাইসি (নিজস্ব চিত্র)

নয়াদিল্লি, 20 মে: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল ভারত সরকার ৷ সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ সেই ঘোষণা অনুযায়ী, হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যুতে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে ভারত ৷ জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ৷ রাষ্ট্রীয় শোকের সময় কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না সরকারিভাবে ৷

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কুয়াশাচ্ছন্ন, পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনা হওয়ার কয়েক ঘণ্টা পর সোমবার ইরানের প্রেসিডেন্ট, ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কয়েকজন কর্মকর্তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে ।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের একজন মুখপাত্র জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি এবং দেশের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন অমিত-আব্দুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন । প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানের চিহ্ন হিসাবে, ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 21 মে (মঙ্গলবার) সারা ভারতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের ওই মুখপাত্র আরও বলেন, ‘‘শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ৷ সেদিন কোনও আনুষ্ঠানিক বিনোদন থাকবে না ৷"

উল্লেখ্য, রবিবার রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাইসির হেলিকপ্টার নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছিলেন ৷ সোমবার ভোরে ইব্রাহিম রাইসি এবং ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানের হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার হওয়ার খবর পেয়ে সোশাল মিডিয়ায় শোকবার্তা পোস্ট করেন প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, "গণতান্ত্রিক ইসলামিক ইরানের প্রেসিডেন্ট ডক্টর সৈয়দ ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুতে আমি শোকাহত ৷ ভারত ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে তাঁর অবদান সর্বদা মনে রাখার মতো ৷ তাঁর পরিবার ও ইরানের নাগরিকদের প্রতি আমার সমবেদনা জানাই ৷ এই দুঃখের সময় ভারত ইরানের পাশে রয়েছে ৷"

(পিটিআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকপ্রকাশ মোদির, ইরানের পাশে থাকার বার্তা বিদেশমন্ত্রীর
  2. ইরানের কালো অধ্যায় থেকে আর্থিক সমৃদ্ধি, কট্টর রাইসি যুগের অবসান
  3. কপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু

নয়াদিল্লি, 20 মে: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল ভারত সরকার ৷ সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ সেই ঘোষণা অনুযায়ী, হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যুতে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে ভারত ৷ জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ৷ রাষ্ট্রীয় শোকের সময় কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না সরকারিভাবে ৷

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কুয়াশাচ্ছন্ন, পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনা হওয়ার কয়েক ঘণ্টা পর সোমবার ইরানের প্রেসিডেন্ট, ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কয়েকজন কর্মকর্তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে ।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের একজন মুখপাত্র জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি এবং দেশের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন অমিত-আব্দুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন । প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানের চিহ্ন হিসাবে, ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 21 মে (মঙ্গলবার) সারা ভারতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের ওই মুখপাত্র আরও বলেন, ‘‘শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ৷ সেদিন কোনও আনুষ্ঠানিক বিনোদন থাকবে না ৷"

উল্লেখ্য, রবিবার রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাইসির হেলিকপ্টার নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছিলেন ৷ সোমবার ভোরে ইব্রাহিম রাইসি এবং ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানের হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার হওয়ার খবর পেয়ে সোশাল মিডিয়ায় শোকবার্তা পোস্ট করেন প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, "গণতান্ত্রিক ইসলামিক ইরানের প্রেসিডেন্ট ডক্টর সৈয়দ ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুতে আমি শোকাহত ৷ ভারত ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে তাঁর অবদান সর্বদা মনে রাখার মতো ৷ তাঁর পরিবার ও ইরানের নাগরিকদের প্রতি আমার সমবেদনা জানাই ৷ এই দুঃখের সময় ভারত ইরানের পাশে রয়েছে ৷"

(পিটিআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকপ্রকাশ মোদির, ইরানের পাশে থাকার বার্তা বিদেশমন্ত্রীর
  2. ইরানের কালো অধ্যায় থেকে আর্থিক সমৃদ্ধি, কট্টর রাইসি যুগের অবসান
  3. কপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.