পশ্চিমবঙ্গ

west bengal

উপার্জনের অর্ধেক দান রাম মন্দির নির্মাণে, প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ এল আবর্জনা কুড়ানির কাছেও

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 10:03 PM IST

Ram Mandir Inauguration: ভগবান রামের প্রতি বিহুলা বাইয়ের অটল বিশ্বাস এবং ভক্তি ৷ তিনি একাধিক কষ্টের মধ্য়ে নিজের এবং পরিবারের জন্য দু'বেলা খাবারের ব্যবস্থা করেন ৷ তারপরও বিহুলা বাই নিজের অর্ধেক পারিশ্রমিক দান করেছেন রাম মন্দির নির্মাণের জন্য। জানা গিয়েছে, আবর্জনা বিক্রি করে তিনি যে পরিমাণ অর্থ পেয়েছেন তার অর্ধেক তিনি দান করেছেন অযোধ্যা রাম মন্দির নির্মাণের জন্য।

Etv Bharat
Etv Bharat

গড়িয়াবন্দ, 11 জানুয়ারি: ছত্তিশগড়ের ধর্মীয় শহর রাজিমে আবর্জনা সাফাইয়ের কাজ করেন এক বয়স্ক মহিলা ৷ যিনি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেন। জানা গিয়েছে ওই মহিলা আবর্জনা সংগ্রহ করে নিজের জীবিকা নির্বাহ করেন। মহিলার নাম বিহুলা বাই। হিন্দু সংগঠনের পক্ষ থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রামলালা দর্শন করতে এবং প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য।

ভগবান রামের প্রতি বিহুলা বাইয়ের অটল বিশ্বাস এবং ভক্তি ৷ তিনি একাধিক কষ্টের মধ্য়ে নিজের এবং পরিবারের জন্য দু'বেলা খাবারের ব্যবস্থা করেন ৷ তারপরও বিহুলা বাই নিজের অর্ধেক পারিশ্রমিক দান করেছেন রাম মন্দির নির্মাণের জন্য। জানা গিয়েছে, আবর্জনা বিক্রি করে তিনি যে পরিমাণ অর্থ উপার্জন করেছিলেন, তার অর্ধেক তিনি দান করেছেন অযোধ্যা রাম মন্দির নির্মাণের জন্য। হিন্দু সংগঠনের তরফে জানানো হয়েছে, প্রতিটি ব্লকে রাম মন্দির নির্মাণের জন্য তহবিল সংগ্রহের কাজ চলছে, তখন আবর্জনা বিক্রি করে ফিরে আসা বিহুলা বাই তাঁর উপার্জনের অর্ধেক রাম মন্দিরের জন্য দান করার ইচ্ছা প্রকাশ করেন। তহবিল সংগ্রহকারী কর্মীরা ভক্তের সেই দান আনন্দের সঙ্গেই গ্রহণ করে ৷

বজরং দলের তুষার কদম বলেন, "এক বছর আগে, রামজন্মভূমি ট্রাস্টের তহবিল উৎসর্গ প্রচারণা চলছিল। সেই সময়, আমরা তাঁর কাছে পৌঁছেছিলাম। বিকেলে সে আবর্জনা বিক্রি করে বাড়ি ফিরছিল। আবর্জনা বিক্রি করে ওই প্রৌঢ় সেদিন 40 টাকা পেয়েছিল ৷ তার মধ্যে তিনি আয়ের অর্ধেক 20 টাকা রাম মন্দিরের জন্য দান করেছিলেন।" এরপরই রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয় ৷

ভগবান রামের প্রতি বিহুলা বাইয়ের সত্যিকারের ভক্তি ফল পেয়েছে। তাঁর কথায়, স্বয়ং ভগবান রাম তাঁকে দর্শন দিতে অযোধ্যায় ডেকে পাঠিয়েছেন ৷ বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি শিশুপাল রাজপুত বলেন, "2021 সালে, রাজিমে তহবিল উৎসর্গ অভিযান চলাকালীন বিহুলা বাই 20 টাকা রাম মন্দির নির্মাণের জন্য দান করেছিল। বিহুলা বাইকে রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।''

অন্যদিকে রাম মন্দিরের আমন্ত্রণ পেয়ে ধন্য বিহুলা বলেন, "আমি অযোধ্যায় 20 টাকা দান করেছি। আমি একজন গরীব মানুষ ৷ আমি আবর্জনা তুলে একটি হনুমান মন্দিরও তৈরি করেছি। আমি অযোধ্যা থেকে একটি আমন্ত্রণ পেয়েছি। আজ আমি খুব খুশি যে আমি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারব।"

আরও পড়ুন:

  1. 'শ্রীরাম ধর্মনিরপেক্ষ নন...', আর কী বললেন পুরীর শংকরাচার্য ?
  2. 22 জানুয়ারি অযোধ্যা বিমানবন্দরে নামবে 100টি চার্টার্ড ফ্লাইট, অনুমান মুখ্যমন্ত্রী যোগীর
  3. জল্পনা উড়িয়ে রাম মন্দির উদ্বোধনে আসছেন লালকৃষ্ণ আদবানি

ABOUT THE AUTHOR

...view details