পশ্চিমবঙ্গ

west bengal

Kalraj-Sakkshi on Farm Laws : প্রয়োজনে ফের কৃষি আইন, মোদির ঘোষণার পরও মন্তব্য কলরাজ-সাক্ষীর

By

Published : Nov 21, 2021, 12:43 PM IST

Farm laws can be brought back, says BJP leaders after Narendra Modis announcement of repealing three controversial laws

সাংবিধানিক পদে অধিষ্ঠিত রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্রের গলাতেও একই সুর ধরা পড়ে । তিনি বলেন, ‘‘কৃষকদের আইনের কার্যকারিতা বোঝানোর চেষ্টা করেছিল সরকার । কিন্তু প্রত্যাহারের দাবিতেই অনড় ছিলেন কৃষকরা । আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন । তাতেই আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রয়োজনে পরে ফের আইন ফিরিয়ে আনা যাবে ।’’

ভদোহী, 21 নভেম্বর: কৃষি আইন প্রত্যাহারের (Farm Law Repeal) কথা ঘোষণা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । কিন্তু তাঁর দলের নেতা-মন্ত্রীদের গলাতেই অন্য সুর । তাঁদের দাবি, প্রয়োজনে ফের ফিরিয়ে আনা হবে বিতর্কিত তিনটি কৃষি আইন ।

শনিবার উত্তরপ্রদেশের উন্নাওয়ে কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ । তিনি বলেন, ‘‘পাকিস্তান জিন্দাবাদ, খালিস্তান জিন্দাবাদ স্লোগান তুলছিলেন যাঁরা, কৃষি আইন প্রত্যাহার করে তাঁদের ধাক্কা দিয়েছেন মোদি । বিল তো ফের আনা যেতেই পারে ।’’

আরও পড়ুন:Ashok Gehlot Cabinet Resigned : রাজস্থানে গেহলত মন্ত্রিসভা থেকে পদত্যাগ সমস্ত মন্ত্রীর

সাংবিধানিক পদে অধিষ্ঠিত, রাজস্থানের রাজ্যেপাল কলরাজ মিশ্রের (Kalraj Mishra) গলাতেও একই সুর ধরা পড়ে । তিনি বলেন, ‘‘কৃষকদের আইনের কার্যকারিতা বোঝানোর চেষ্টা করেছিল সরকার । কিন্তু প্রত্যাহারের দাবিতেই অনড় ছিলেন কৃষকরা । আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন । তাতেই আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রয়োজনে পরে ফের আইন ফিরিয়ে আনা যাবে ।’’

শুধু সাক্ষী মহারাজ, কলরাজ মিশ্র নন, পরিস্থিতি থিতিয়ে এলে কৃষি আইন ফেরানোর সম্ভাবনা উস্কে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা বাংলায় দলের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh)। কৃষি আইনের পক্ষে তাঁর বক্তব্য, ‘‘কৃষকদের শোষণ থেকে মুক্তি দিতেই আইন এনেছিল সরকার । নিশ্চয়ই কৃষকরা তা বুঝবেন । তখন ফের কৃষি আইন ফিরিয়ে আনা হবে । দেশ যখন জাগবে, ফের আইন আনা হবে ৷’’

আরও পড়ুন:Independence Special : জেনারেল ডায়ারকে নিকেশ করে ব্রিটিশদের ঘুম কেড়েছিলেন উধম সিং

ABOUT THE AUTHOR

...view details