পশ্চিমবঙ্গ

west bengal

India Govt on Stranded Students : ইউক্রেন থেকে সব ভারতীয়কে দ্রুত ফেরাতে চায় ভারত, জানাল বিদেশমন্ত্রক

By

Published : Mar 3, 2022, 9:09 PM IST

বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এক সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে তিনি জানান, ইউক্রেন থেকে সব ভারতীয়কে দ্রুত ফেরাতে চায় ভারত (EAM Spokesperson Says India wants bring its citizen back as soon as possible) ৷

eam spokesperson says india wants bring its citizen back as soon as possible
India Govt on Stranded Students : ইউক্রেন থেকে সব ভারতীয়কে দ্রুত ফেরাতে চায় ভারত, জানাল বিদেশমন্ত্রক

নয়াদিল্লি, 3 মার্চ : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের যত দ্রুত সম্ভব ফেরাতে চায় সরকার ৷ বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (EAM Spokesperson Says India wants bring its citizen back as soon as possible) ৷ তিনি জানান, সরকার মনে করছে ইউক্রেনের খারকিভে এখনও বেশ কয়েকজন আটকে আছেন ৷ তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে ৷

অরিন্দম বাগচী জানান, ভারতে ফিরতে চেয়ে 20 হাজার পড়ুয়া রেজিস্ট্রেশন করিয়েছিলেন ৷ কিন্তু এমন অনেকে আছেন, যাঁরা রেজিস্ট্রেশন করেননি ৷ তাঁদেরও ফেরানোর চেষ্টা করা হচ্ছে ৷ তাছাড়া গতকালের নির্দেশের পর খারকিভ থেকে অনেক পড়ুয়া বেরিয়ে এসেছেন ৷ ইউক্রেন সীমান্তেও পড়ুয়াদের সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছে ৷

তিনি জানান আরও উড়ানের ব্যবস্থা করা হচ্ছে ৷ আগামী দু-তিন দিনে আরও অনেক পড়ুয়া ইউক্রেন থেকে দেশে ফিরবেন ৷ ভারতীয় পড়ুয়াদের সাহায্য করার জন্য তিনি ইউক্রেন সরকারকেও ধন্যবাদ দিয়েছেন ৷

তিনি আরও জানান, এই পরিস্থিতিতে সব দেশের সঙ্গেই ভারতের যোগাযোগ রয়েছে ৷ বিশেষ করে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে তো যোগাযোগ রয়েইছে ৷

রাশিয়া ইউক্রেনের উপর হামলা শুরু করার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সেই বিষয়টিও এদিন উল্লেখ করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইউক্রেনে ভারতীয় দূতাবাস কাজ আগের মতোই চলছে ৷ কিন্তু রাজধানী কিভ থেকে লেভিভে দূতাবাস সরিয়ে নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন :Modi met Ukraine return Students : ইউক্রেনে আটকে পড়ুয়াদের ক্ষোভ স্বাভাবিক, মত স্বয়ং প্রধানমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details