পশ্চিমবঙ্গ

west bengal

Kharge Forms New CWC: ভোটের আগে কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে দীপা দাসমুন্সি, সচিন পাইলটরা

By

Published : Aug 20, 2023, 3:45 PM IST

সামনেই লোকসভা ভোট ৷ তার ছয় মাস আগে কংগ্রেসের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী এই ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি) পুনর্গঠন করলেন খাড়গে ৷ কমিটির 39 জন সাধারণ সদস্য হলেও, এর সঙ্গেই 32 জন স্থায়ী আমন্ত্রিত সদস্যও রয়েছেন ৷

Etv Bharat
ভোটের আগে কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে দীপা দাসমুন্সি

নয়াদিল্লি, 20 অগস্ট:24-এর ভোটের আগে সংগঠনে বড় রদবদল কংগ্রেসের ৷ নতুন ওয়ার্কিং কমিটিতে জায়গা হল শশী থারুর, সচিন পাইলটের সঙ্গেই দীপা দাসমুন্সিরও ৷ রবিবার 39 জন সদস্যের নতুন কংগ্রেস ওয়ার্কিং কমিটি গঠন করেছেন সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ আর সেখানেই দেখা গেল একাধিক নতুন মুখ ৷

সামনেই লোকসভা ভোট ৷ তার ছয় মাস আগে কংগ্রেসের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী এই ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি) পুনর্গঠন করলেন খাড়গে ৷ কমিটির 39 জন সাধারণ সদস্য হলেও, এর সঙ্গেই 32 জন স্থায়ী আমন্ত্রিত সদস্যও রয়েছেন ৷ এর মধ্যে কিছু রাজ্যের প্রদেশ সভাপতি এবং পর্যবেক্ষককেও রাখা হয়েছে ৷ অন্যদিকে 13 জন বিশেষ আমন্ত্রিত সদস্যের মধ্যে যুব কংগ্রেস, ভারতের জাতীয় ছাত্র সংসদ, মহিলা কংগ্রেস এবং ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়নের সভাপতিদেরও রাখা হয়েছে।

তবে তাৎপর্যপূর্ণভাবে স্থায়ী কমিটিতে শশী থারুর, আনন্দ শর্মা এবং মুকুল ওয়াসনিকদের রাখা হয়েছে ৷ এরা সেই 23 জন নেতার গোষ্ঠীর অংশ ছিলেন যারা 2019-এর পর দলে সোনিয়া গান্ধির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ উল্লেখযোগ্যভাবে তাদেরই ফের নতুন ওয়ার্কিং কমিটির সাধারণ সদস্য করা হয়েছে ৷ একইভাবে, এই গ্রুপেরই অন্যতম দুই নেতা মণীশ তেওয়ারি এবং বীরাপ্পা মইলিকেও ওয়ার্কিং কমিটিতে নিয়ে আসা হয়েছে ৷ কংগ্রেসের বিবৃতি অনুসারে, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি এবং প্রতিভা সিংকেও প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পাশাপাশি ওয়ার্কিং কমিটিতে অবশ্যই চমক দুই নামে রয়েছে ৷ একদিকে সচিন পাইলট, যিনি রাজস্থানে কংগ্রেস সরকারের বিরুদ্ধেই বিদ্রোহ করেছিলেন ৷ যার জেরে উপ-মুখ্যমন্ত্রী পদও খোয়াতে হয়েছিল তাঁকে ৷ তিনিও নতুন সিডব্লুসি-র স্থায়ী সদস্যদের মধ্যে রয়েছেন। কমিটিতে রয়েছেন দীপা দাসমুন্সিও ৷ উল্লেখযোগ্যভাবে, লোকসভায় দলের নেতা এবং পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গেই বাংলা থেকে দীপা দাসমুন্সিকে ওয়ার্কিং কমিটির অন্তর্ভুক্ত করার মধ্যে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন ওয়াকিবহল মহল ৷ একইভাবে, সচিন পাইলট-সহ বিদ্রোহী নেতাদের ওয়ার্কিং কমিটিতে এনে আদতে লোকসভা ভোটের আগে ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা বলেও মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন: চিন আমাদের এক ইঞ্চিও জমি দখল করেনি বলে মোদি যে দাবি করেন তা মিথ্যে, লাদাখে বললেন রাহুল

গত বছরের 10 অক্টোবর খাড়গে দলের সর্বভারতীয় সভাপতি হওয়ার কয়েক মাস পরে ওয়ার্কিং কমিটি গঠন করেছিলেন ৷ পাশাপাশি স্টিয়ারিং কমিটিকেও প্রতিস্থাপন করেছিল। এবার লোকসভা ভোটের আগে ফের ওয়ার্কিং কমিটিকে ঢেলে সাজালেন খাড়গে ৷ নতুন সিডব্লুসি কমিটির সাধারণ সদস্য হিসাবে রয়েছেন সোনিয়া গান্ধি, মনমোহন সিং, রাহুল গান্ধি, এ কে অ্যান্টনি, পি চিদাম্বরম, প্রিয়াঙ্কা গান্ধি ভডরা, অভিষেক মনু সিংভি, জয়রাম রমেশ, গৌরব গগৈ এবং কে সি ভেনুগোপাল-সহ অন্যান্যরা ৷

ABOUT THE AUTHOR

...view details