পশ্চিমবঙ্গ

west bengal

ভারতে কোরোনায় মৃতদের মধ্যে 70 শতাংশ পুরুষ

By

Published : Dec 29, 2020, 7:28 PM IST

কেন্দ্রের স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ এদিন জানান, কোরোনায় মৃত পুরুষদের মধ্যে 45 শতাংশের বয়স 60 বছরের বেশি। তাছাড়া যতজন আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে 63 শতাংশ পুরুষ। ওই পুরুষদের 52 শতাংশের বয়স 18-44 এর মধ্যে। তবে এই বয়সের পুরুষদের কোরোনায় মৃত্যর হার বেশ কম। তার পরিমাণ 11 শতাংশ।

70 Per Cent Of All Covid Deaths In India Are Among Men, stated Health Ministry
ভারতে কোরোনায় মৃতদের মধ্যে 70 শতাংশ পুরুষ

দিল্লি, 29 ডিসেম্বর: কোভিড-19 ভারতীয় মহিলাদের চেয়ে ভারতীয় পুরুষদের উপর সবচেয়ে বেশি হানা দিয়েছে। মঙ্গলবার কোরোনা ভাইরাস সংক্রান্ত কিছু নথি সামনে এনে এমনই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে কোরোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানোর পর থেকে ভারতে এখনও পর্যন্ত 1.47 লক্ষ মানুষ মারা গিয়েছে। আর এই মৃতদের মধ্যে 70 শতাংশ পুরুষ।

কেন্দ্রের স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ এদিন জানান, কোরোনায় মৃত পুরুষদের মধ্যে 45 শতাংশের বয়স 60 বছরের বেশি। তাছাড়া যতজন আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে 63 শতাংশ পুরুষ। ওই পুরুষদের 52 শতাংশের বয়স 18-44 এর মধ্যে। তবে এই বয়সের পুরুষদের কোরোনায় মৃত্যর হার বেশ কম। তার পরিমাণ 11 শতাংশ।

এদিকে কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেন নিয়েও হইচই পড়ে গিয়েছে গোটা বিশ্বে। ভারতও তার থেকে ব্যতিক্রম নয়। এই নতুন স্ট্রেন প্রথম নজরে আসে ব্রিটেনে। তাই আগেই ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। তবুও সম্প্রতি ব্রিটেন থেকে ফেরা 6 জন যাত্রীর শরীরে কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেনের অস্তিত্ব পাওয়া গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে যে এই স্ট্রেন আগের থেকে 70 শতাংশ বেশি সংক্রামক।

আরও পড়ুন:ছ'মাসের মধ্যে আক্রান্তের সংখ্যা সবথেকে কম গত 24 ঘণ্টায়

কেন্দ্রের মতে, এই সংক্রমণ ছড়িয়ে পড়ার আগে তাকে আটকানো সহজ। তাই ডিসেম্বরের 9-22 তারিখের মধ্যে যাঁরা বিদেশ থেকে ফিরেছেন প্রত্যেকের পরীক্ষা করানো হবে।

ABOUT THE AUTHOR

...view details