ETV Bharat / state

Arrested JMB operatives held details of Army officers, CRPF

author img

By

Published : Sep 10, 2019, 9:36 AM IST

Police arrested a Jamat-Ul-Mujahideen Bangladesh terrorist on Monday identified as Mohammed Abul Kashem. On being interrogated, the suspects had details regarding Army deployment and list of suspected militants in Kashmir valley.

Detained JMB operatives held details of Army officers, CRPF

Kolkata: The Special Task Force (STF) of Kolkata Police had seized mobile phones and laptops from detained Jamaat-Ul-Mujahideen Bangladesh (JMB) operatives on September 7 and several details including the identity of a martyred Jawan were found from their possession, during the course of the investigation.

According to reports, the active JMB operatives from Bardhaman and North Dinajpur module had details regarding the army officer, who was killed near the border. Besides, the investigators reportedly found information on militants in Kashmir valley.

On September 7, STF detained several active members including Abul Kashem, Abdul Bari, Nizamuddin Khan. Kashem, 22, is a resident of Durmut in Mangalkot, Bardhaman. He was first detained near the Ghaznavi Bridge on the East Canal Road in Kolkata.

Materials seized from JMB operatives
Materials seized from JMB operatives

Incriminating materials including several leaflets, books on militant activity were recovered from them.

"We have grilled him (Abul Kashem) and got more information about the JMB and other members who are currently working for the terror outfit. A specific case under relevant sections is being registered by the STF," a senior official said.

The Centre in May this year declared Jamaat-ul-Mujahideen Bangladesh, as a banned terrorist organisation.

Also read: 11 terrorists to enter Kolkata, reveals nabbed JMB operative

Intro:কলকাতা, 10 সেপ্টেম্বর: দেখলে মনে হবে ভাজা মাছটিও উল্টে খেতে পারে না। কিন্তু ভেতরে ভেতরে চালানো হচ্ছিল বড় ছক। অন্তত কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের তদন্তে এমনই ইঙ্গিত। বর্ধমান এবং উত্তর দিনাজপুর মডিউলের তিন জঙ্গিকে গ্রেপ্তারের পর ধৃতদের পেনড্রাইভ এবং ল্যাপটপ ঘেঁটে গোয়েন্দা পেয়েছে আর্মি অফিসারদের নাম। সেখানে কোন আর্মি অফিসার কোন সেক্টরে কর্মরত, সীমান্ত রক্ষা করতে গিয়ে কোন জওয়ান নিহত হয়েছেন, সব তথ্যই রয়েছে তাদের কাছে। এমনকি তাদের কাছে রয়েছে, কাশ্মীরে নিহত জঙ্গিদের নাম পরিচয়! Body:একটানা জেরা। কিন্তু জামাত-উল-মুজাহিদীন ইন্ডিয়ার শীর্ষ নেতাদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত আবুল কাশেম, আবদুল বারি, নিজামুদ্দিন খানকে জেরা করে পাওয়া গেছে খুবই কম তথ্য। 22 বছরের কাশেম বর্ধমানের মঙ্গলকোটের দুরমুটের বাসিন্দা। কলকাতার ইস্ট ক্যানাল রোডের গজনবি ব্রিজের কাছে প্রথমে আটক করা হয় তাকে। তার কাছে উদ্ধার হয় বেশ কিছু লিফলেট, জঙ্গি কার্যকলাপের বই। আদালতে পুলিশ জানায় তার কাছে পাওয়া গেছে পেনড্রাইবভ‌। উত্তর দিনাজপুর মডিউলের পান্ডা বারি এবং নিজামউদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয় দুটি ল্যাপটপ, একটি স্মার্টফোন, ডিটোনেটর, ক্যাপাসিটর, বোমা বানানোর স্প্লিন্টার, ওয়াচ মেশিন, গ্লুস্টিক, হ্যাক স ব্লেড, ওয়ার কাটার। ল্যাপটপ এবং মোবাইল খেতে চোখ কপালে উঠেছে গোয়েন্দাদের।
Conclusion:বিশ্বস্ত সূত্রে খবর, ওই জঙ্গিদের ল্যাপটপ, মোবাইল ফোন,পেনড্রাইভে পাওয়া গেছে বহু তথ্য । প্রাথমিকভাবে গোয়েন্দা ভেবেছিলেন সেখানে পাওয়া যাবে জামাত মডিউলের তথ্য। সেসব পাওয়া যাচ্ছে কিনা তা অবশ্য গোপন রাখতে চাইছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। তবে তাদের ল্যাপটপ এ পাওয়া গেছে আর্মি,বর্ডার সিকিউরিটি ফোর্স, CRPF এর নানা তথ্য। পাশাপাশি কাশ্মীরের জঙ্গিদের তথ্যও পেয়েছে তদন্তকারীরা। রয়েছে আর্মি এবং জঙ্গিদের মৃত্যু তালিকাও‌। গোয়েন্দাদের সন্দেহ জামাত-উল-মুজাহিদীন ইন্ডিয়া অথবা জামাত-উল-মুজাহিদীন হিন্দের নজরে রয়েছে কাশ্মীর। ধৃতদের আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.