কুষ্ঠ রোগীদের সঙ্গে নববর্ষ পালন কীর্তির, দেখুন ভিডিয়ো - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 10:57 PM IST

thumbnail

সেবাই পরম ধর্ম। সেই মন্ত্রকে সামনে রেখেই বাংলা বছরের প্রথম দিনই প্রচারে নামলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ৷ রবিবার থেকে 1431 বঙ্গাব্দ শুরু হল ৷ পয়লা বৈশাখ উপলক্ষ্যে এই নিজ লোকসভা কেন্দ্র দুর্গাপুরে উপস্থিত হয়েছিলেন তিনি ৷ এদিন কুষ্ঠ রোগীদের সঙ্গে সময় কাটান দীর্ঘক্ষণ।

একসময়ে সমাজে কুষ্ঠ আক্রান্ত রোগীদের ব্রাত্য করে রাখা হত ৷ এই রোগের চিকিৎসা থাকলেও সচেতনতার অভাবে তাঁরা চিকিৎসা করাতেন না ৷ তাঁদের জন্য দুর্গাপুরের নবদিগন্ত কলোনিতে সরকারি উদ্যোগে থাকার জায়গা তৈরি হয় ৷ সেখানেও যান প্রার্থী কীর্তি আজাদ ৷ এদিন তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের সমবায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল-সহ অন্যান্যরা ।

কীর্তি আজাদ বলেন, "আজ বাংলা নুতন বছরের প্রথম দিন। আমাদের মতো সমাজের প্রত্যেকটা মানুষ আজ হইহুল্লোড় করে কাটান। কিন্তু এই সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকার লোকের সংখ্যা খুব কম ৷ আজ আমি একজন সাধারণ মানুষ হিসেবে এখানে এসেছি ৷ কোনও রাজনীতি করতে আসিনি ৷ তাঁদের এই মধ্যাহ্ন ভোজনে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি ।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.